ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

করোনা পরিস্থিতির জন্য এলেন না জেপি নাড্ডা, মধ্য প্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রী নরোত্তম মিশ্র ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়ের রোড শো

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২০ এপ্রিলঃ করোনার বর্তমান পরিস্থিতির জন্য পূর্ব ঘোষনা মতো মঙ্গলবার সকালে বারাবনির বিজেপি প্রার্থী অরিজিৎ রায়ের সর্মথনে সালানপুরে দলের সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডার প্রচার বাতিল হয়ে যায়। তবে তার পরিবর্তে এদিন সেখানে রোড শো উপস্থিত ছিলেন মধ্য প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র ও আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন বারাবনি বিধানসভার বিজেপির প্রার্থী অরিজিৎ রায়ের সমর্থনে সালানপুর ব্লকের আছড়া থেকে রূপনারায়ানপুর ডিএভি পাবলিক স্কুল পর্যন্ত রোড শো করা হয়।


করোনা পরিস্থিতির মধ্যেও এদিনের রোডশোকে কেন্দ্র করে বিজেপির কর্মী ও সমর্থকদের ভিড় ছিলো চোখে পড়ার ছিলো। ঢাক ঢোল বাজিয়ে ও জয় শ্রী রামের ধ্বনি দেওয়া হয় রোডশোয়ের মিছিল থেকে।
এদিন নরোত্তম মিশ্র বলেন, রাজ্যে এবার পরিবর্তন হচ্ছেই ।তার মধ্যে পশ্চিম বর্ধমান জেলার ৯টি আসনে বিজেপি ভালো ভোট পেয়ে জয়লাভ করবে।বারাবনি বিধানসভায় বিজেপি যে আসছে তার প্রমান হচ্ছে এদিনের এই রোডশো ও মিছিল। তিনি আরো বলেন, এখানে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার আসার কথা ছিলো। কিন্তু করোনা পরিস্থিতির জন্য তিনি আসেননি। দলের কেন্দ্রীয় নেতৃত্বই এই সিদ্ধান্ত নিয়েছে।


বাবুল সুপ্রিয় বলেন, ডাবল ইঞ্জিনের সরকার গঠন করতে হলে থেকে দলের প্রার্থীকে জিতিয়ে কলকাতায় পাঠাতে হবে। তবে এলাকার উন্নয়ন হবে।
বিজেপি প্রার্থী অরিজিৎ রায় বলেন, এদিনের এই মিছিল দেখে আমার বিশ্বাস বিজেপির জয় নিশ্চিত।এখন করোনার কথা মাথায় রেখে কেন্দ্র বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র নেতাদের সভা বাতিল করা হবে। তাই এদিন দলের সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা যোগদান করতে আসেননি। কিন্তু কেন্দ্রীয় প্রতি মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় ও মধ্য প্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রী নরত্তম মিশ্রা ছিলেন। তিনি আরো বলেন, তৃণমূল কংগ্রেসের নেতা ববি হাকিম বলেছেন বিজেপি নেতাদের মারতে। কিন্তু তিনি ভুলে গেছেন এটা অতো সহজ নয়। ২ মে রাজ্যে পরিবর্তনের পরে বিজেপি সরকার গঠন করার পর তার উপরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।তিনি বাংলাতে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চেষ্টা করে চলেছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *