পশ্চিম বর্ধমান জেলায় করোনা বিস্ফোরণ
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত (Asansol News) : পশ্চিম বর্ধমান জেলায় করোনা বিস্ফোরণ। জেলায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড করোনা আক্রান্ত। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫২০ করোনা সংক্রমিত রোগীর সন্ধান পাওয়া গেছে।পশ্চিম বর্ধমান জেলায় করোনার দ্বিতীয় তরঙ্গ আক্রমণাত্মক রূপ নিয়েছে।




গত ২৪ ঘণ্টায়, জেলায় এক দিনে সবচেয়ে বেশি সংখ্যক ৫২০ জন সংক্রামিত হয়েছে। এখনও অবধি সংক্রামিত মানুষের সংখ্যা ২১০০০-এ পৌঁছেছে। একই সময়ে, ১৭ হাজার ৯৭৭ জন সুস্থ হয়ে উঠেছে । ১৮০ জন সংক্রামিত রোগীর মৃত্যু হয়েছে। জেলায় সক্রিয় সংক্রমিত রোগীর মোট সংখ্যা ২৮৪৩ এ পৌঁছেছে। সংক্রমণের সংখ্যা তীব্রভাবে বেড়ে যাওয়ায় সুস্থতার হার হ্রাস পেয়েছে। বিপুল সংখ্যক সংক্রামিত হওয়া সত্ত্বেও মানুষ বিষয়টি নিয়ে অবহেলা করছেন। শারীরিক দূরত্ব কোথাও মেনে চলা হচ্ছে না। জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব বলেন যে পরিস্থিতি নজরদারির মধ্যে রয়েছে। জন সচেতনতামূলক বাহন জেলার সব জায়গায় পাঠানো হয়েছে।