টালিগঞ্জে প্রার্থী হওয়া নিয়ে বাবুল সুপ্রিয়কে আক্রমণ, রেল, সেল থেকে দাঙ্গা, একযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্র সরকারকে আক্রমন মমতা বন্দ্যোপাধ্যায়ের
বেঙ্গল মিরর , রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল, ২২ এপ্রিলঃ আসানসোল – রানিগঞ্জ কয়লাখনি এলাকা ও শিল্পাঞ্চলে ভোট। আর সেই এলাকায় দলীয় প্রার্থীদের ভোট প্রচারের জনসভা থেকে খনি ও শিল্প নিয়ে একযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর পাশাপাশি তিনি একইসঙ্গে আসানসোলে তিন বছর আগে হওয়া একটি দাঙ্গার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেন। আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় ( Babul Supriyo )এবারের নির্বাচনে কলকাতার টালিগঞ্জে প্রার্থী হওয়ায় এদিনের সভা থেকে তাকেও কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার দুপুরে আসানসোলের সেনরেলের স্টেডিয়ামে আসানসোল উত্তর ও বারাবনি বিধান সভা কেন্দ্রের দুই প্রার্থী মলয় ঘটক ও বিধান উপাধ্যায়ের সমর্থনে এই সভার আয়োজন করা হয়। এদিন দুপুর তিনটে বাজার মিনিট দশেক আগে উত্তরবঙ্গ থেকে চপারে আসেন মুখ্যমন্ত্রী। সেনরেল স্টেডিয়ামে সভার কাছে চপার নামার জন্য অস্থায়ী হেলিপ্যাড তৈরী করা হয়েছিলো।
সভায় বক্তব্য রাখার একবারে প্রথম থেকেই আক্রমনাত্মক ছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আসানসোলে জন্য সব হয়ে গেছে। কোন কাজ বাকি নেই। শুধু একটা কাজ বাকি আছে। তা হলো বিজেপিকে বিদায় করার বাকি আছে। কেন বাকি কৃষকদের কালা বিল প্রত্যাহার করতে হবে।
মজদুর ভাইয়েরা জেনে নিন, আপনাদের কারোর চাকরি থাকবে না। কারণ এরা সব বন্ধ করে দেবে বা বেসরকারি করে দেবে। এরা রেল, সেল বিক্রি করে দিচ্ছে। বিজেপিকে ভোট দিলে আপনাদের কিছু থাকবেনা। ব্যাঙ্ক বন্ধ হয়ে যাবে। বিমার ৭৫ শতাংশ বেসরকারি করে দেবে। আসানসোলের এমনই পরিস্থিতি হবে। হিন্দি ভাষী মানেই বিজেপি নয়। তাহলে তো দিল্লিতে বিজেপি জিততো। সবাই একসঙ্গে লড়াই করুন। বলে ছিলো বছরে ২ কোটি চাকরি দেবে। তার বদলে বছরে ২ কোটি লোকের চাকরি চলে যাচ্ছে। তিনি আরো বলেন, বিনা পয়সায় শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্য পেতে হলে তৃনমুল কংগ্রেসকে ভোট দিন। একটা পরিবারকে আমরা সবরকম ভাবে সুবিধা দিচ্ছি। সব ধর্ম, সব বর্ণ ও সব সম্প্রদায়ের মানুষেরা সব পাবেন। আমরা জাতপাত করিনা। আমরা সব ধর্মের জন্য আছি। চাকরি, কোল ইন্ডিয়া, রেল, সেলকে বাঁচাতে হলে তৃনমুল কংগ্রেসকে ভোট দিন। কেননা তৃনমুল কংগ্রেস আপনাদের সঙ্গে থেকে লড়বে।
মুখ্যমন্ত্রী এদিন সভা থেকে প্রধানমন্ত্রীকে আক্রমন করে বলেন, এখানে তিনি এসে দাঙ্গার কথা বলেছেন। অনেক উল্টোপাল্টা কথা বলেছেন। তিনি প্ররোচনা দেওয়ার চেষ্টা করেছেন। প্রধানমন্ত্রী হয়ে এমন কথা বলা উচিন নয়। আসানসোলের ঐ দাঙ্গায় এক ইমামের ছেলে মারা যায়। সেই ইমাম পরে বলেছিলেন, যা হওয়ার হয়েছে। আমরা আর কিছু চাইনা। প্রধানমন্ত্রী হয়ে কোন খবর রাখেননা।
আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করে এদিন তিনি বলেন, আপনারা এবারে মলয়কে ভোট দেবেন তো? দক্ষিণে সায়নী আছে। জামুড়িয়ায় হরেরাম আছে। রানিগঞ্জে তাপস বন্দোপাধ্যায় আছে।
আসানসোলের দুটো লোকসভায় বাবুল সুপ্রিয়কে ভোট দিয়েছেন। ভোট নিয়ে জিতে টালিগঞ্জে চলে গেছে। এমপি থেকে এমএলএ হবে, কাউন্সিলর হবে। স্ট্রিট ভেন্ডারের কাজও ওর করা উচিত। টালিগঞ্জের লোকেরা তো বলছেন ” হায় হায় একি করলি, আসানসোল থেকে পালিয়ে এলি “। এমপি তো আপনারা করেছেন। এটা তো আপনাদের অপমান। কারণ আপনারা তাকে জিতিয়েছিলেন। এমন কোথাও দেখিনি। এতো উল্টোপাল্টা করতে পারে। একজন শিল্পী হয়ে এতো মিথ্যে কথা বলতে পারে। আমি তো জানতাম একজন শিল্পীর সংস্কৃতির একটা বিষয় থাকে। সভায় অন্যদের মধ্যে ছিলেন রাজ্য তৃনমুল যুব কংগ্রেসের নেতা দেবাংশু ভট্টাচার্য অমরনাথ চট্টোপাধ্যায় ও অভিজিৎ ঘটক।