আসানসোলে পাল্টা হোর্ডিং লাগানো নিয়ে ফের রাজনৈতিক মহলে চর্চা
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
কিছুদিন আগে বিজেপির পক্ষ থেকে ” এবার ঘটক বিদায়” হোর্ডিং লাগানো হয়েছিল। যার কারণে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছিল। এবার রাতারাতি অন্য একটি হোর্ডিং লাগানো নিয়ে ফের রাজনৈতিক মহলে জোর
চর্চা শুরু হয়েছে । আসানসোল নাগরিক বৃন্দের এই হোর্ডিংয়ে বাংলা ভাষায় চারটি লাইন লেখা রয়েছে, ” বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, সজ্জনেরা রাজনীতিতে সুন্দর , সমাজবিরোধীরা হাজতে”।




এই হোর্ডিংগুলি চেলিডাঙ্গা, ভগত সিং মোড় এবং শহরের আশেপাশে লাগানো হয়েছে। এটি বিশ্বাস করা হয় যে এই হোর্ডিংগুলির মাধ্যমে এক ঢিলে দুই পাখি বধ করা হয়েছে। একদিকে যেখানে
“ঘটক বিদায়” হোর্ডিংয়ের পাল্টা উত্তর হোর্ডিংয়ের মাধ্যমেই দেওয়া হয়েছে আবার একইসঙ্গে তৃণমূল কংগ্রেস নির্বাচনের আগে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিশানা করা হয়েছে।