চার দশক পরে বাম দুর্গের পতন, ঘাসফুল ফুটল জামুড়িয়ায়
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২ এপ্রিল : এক বা দুই দশক নয়। প্রায় সাড়ে চার দশকের পর পতন হল জামুড়িয়ার (Jamuria) বাম দুর্গের। পশ্চিম বর্ধমানের জামুড়িয়া বিধানসভা কেন্দ্রে প্রায় সাড়ে ৪ দশক পর ভোটের লড়াইয়ে পরাজিত হল সিপিএম। ৭ হাজার ৭৬৯ ভোটে বিজেপির প্রার্থী তাপস রায়কে হারিয়ে জিতলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হরেরাম সিং (Hareram Singh)। সিপিএম প্রার্থী ঐশী ঘোষ থেকে গেলেন তৃতীয় স্থানে। জামুড়িয়ায় এই ফলাফল সম্পূর্ণ অপ্রত্যাশিত বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
কারণ এর আগে বাম আমলের শেষের দিকে যখন এই রাজ্যে তৃণমূলের উত্থান ঘটেছিল, তখন রাজ্যের বহু এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ভালরকম প্রভাব লক্ষ করা গেলেও জামুড়িয়া ছিল তার ব্যতিক্রম। পরবর্তী সময়ে রাজ্যে তৃণমূলের সরকার ক্ষমতায় আসার পরেও জামুড়িয়ায় বামেদের প্রভাব অক্ষুন্ন ছিল। ২০১১ বা ২০১৬ সালের বিধানসভা ভোটে এখন থেকে জিতেছিলেন সিপিআইএম প্রার্থীই। এবারেও বাম প্রার্থী ঐশী ঘোষের প্রচারে যথেষ্টই সাড়া দিয়েছিলেন জামুড়িয়ার কোলিয়ারি ও গ্রামাঞ্চলের মানুষজন। অনেকেই ভেবেছিলেন এই কেন্দ্রে লড়াইটা হবে বাম প্রার্থীর সঙ্গে তৃণমূলের। কিন্তু দেখা গেল বামপ্রার্থীকে সরিয়ে দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বিজেপির তাপস রায়।
রানিগঞ্জের জেকে নগরের বাসিন্দা হওয়ায় জামুড়িয়ারই বহু মানুষ সেভাবে চিনতেন না ভোটে দাঁড়ানোর আগে পর্যন্ত। তৃণমূল প্রার্থী হরেরাম সিং ট্রেড ইউনিয়নের নেতা হিসেবে কিছুটা পরিচিত হলেও খুব বড় মাপের নেতা বলে তৃণমূল শিবিরেও গণ্য হতেন না। তাই তিনি এখানে টিকিট পাওয়ায় পর অবাক হয়েছিলেন তৃণমূলেরই অনেকে। শেষ পর্যন্ত বাজিমাত করলেন কিন্তু সেই তিনিই।
জামুরিয়ায় তৃণমূলের হরেরাম সিং ভোট পেয়েছেন ৬৭ হাজার ০১৬টি। বিজেপির তাপস রায়ের প্রাপ্ত ভোট ৫৯ হাজার ৪০৭। সেখানে সংযুক্ত মোর্চা সিপিআইএম প্রার্থী ঐশী ঘোষ পেয়েছেন ২৩ হাজার ৩১৭ টি ভোট। জেনেইউয়ের নেত্রী ঐশীর দিকে নজর ছিল সবার। অনেকেই ভেবেছিলেন এখানে ঐশীর জয় হবে। লড়াই হবে বিজেপির সঙ্গে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হরেরাম সিং জয়ী হলেন।
বাংলার মানুষেরা যে আমাদের সঙ্গে আছেন, তা এবারেও প্রমাণিত হলো
৪৪ বছরের বামদুর্গের পতন হয়ে ঘাসফুল ফুটল জামুড়িয়ায় (jamuria)। ঐশী ঘোষ তার হার প্রসঙ্গে বলেন এই ভোটে সংযুক্ত মোর্চার জয় না হওয়ার পেছেন রয়েছে বিজেপির মেরুকরণের রাজনীতি। পাশাপাশি তৃণমূলের জয়ের জন্য রয়েছে ৫০০ কোটি টাকার কর্পোরেট সংস্থার পরিচালনায়। তিনি আরো বলেন, বামেরা সব সময়ই লড়াইয়ের ময়দানে থাকেন। জয় হোক বা পরাজয় করোনা আবহবে তাঁকে দেখা যাবে রেড ভলেন্টিয়ারের সদস্য হয়ে। জেতার পরে হরেরাম সিং (Hareram Singh) বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬৪ টি উন্নয়নমুখী প্রকল্প এই জয় এনে দিয়েছে। বাংলার মানুষেরা যে আমাদের সঙ্গে আছেন, তা এবারেও প্রমাণিত হলো।