ASANSOLKULTI-BARAKAR

ট্রাকে পশু খাদ্যের আড়ালে ভিন রাজ্যে পাচার ৫ লক্ষ টাকার বিদেশি মদ আটক কুলটি পুলিশের

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৪ মেঃ ট্রাকে পশু খাদ্যের আড়ালে ভিন রাজ্যে বিদেশি মদ পাচারের চেষ্টা আটকালো আসানসোল দূর্গাপুর পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কুলটি থানার পুলিশ প্রচুর পরিমাণে বিদেশি মদ আটক করে। মঙ্গলবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে আসানসোলের কুলটির ডিসেরগড়ে বাংলা ঝাড়খণ্ড সীমান্তে নাকা চেকিং করছিলো শাঁকতোড়িয়া পুলিশ। সেই সময় ধরা পড়ে বিদেশি মদ বোঝাই ট্রাকটি। যদিও কাগজপত্র পরীক্ষার সময় ট্রাক চালককের পশু খাদ্যের চালান ছিল বলে জানা যায়। কিন্তু পুলিশের সন্দেহ হয়। তখন ট্রাকে থাকা পশু খাদ্যের পেছন থেকে পাওয়া যায় প্রচুর পরিমানে বিদেশি মদের কার্টুন। ঐ বিদেশি মদ উৎপাদন কারী হিসাবে লেখা ছিলো হিমাচল প্রদেশের নাম। জানা যায়, এই মদ বোঝাই ট্রাকটি আসানসোল থেকে যাচ্ছিল ঝাড়খন্ডের রাচিতে। ২২০ কার্টুন ঐ বিদেশি মদের বাজারদর আনুমানিক ৫ লক্ষ টাকা।


শাঁকতোড়িয়া পুলিশ ফাঁড়িতে এই নিয়ে এদিন সাংবাদিক সম্মেলন করে আসানসোল দূর্গাপুর পুলিশের এসিপি ( পশ্চিম) মহঃ ওমর আলি মোল্লা বলেন, ট্রাক চালককে আটক করে জিঞ্জাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জেরা করে জানা গেছে, হিমাচল প্রদেশে তৈরী হওয়া এই বিদেশি মদ অরুণাচল প্রদেশে বিক্রি করা হয়। কিন্তু ট্রাক চালক আমাদেরকে বলেছে, তাকে এই বিদেশি মদ আসানসোল থেকে দেওয়া হয়েছিলো। এইসব পৌঁছানোর কথা ছিলো ঝাড়খণ্ডের রাঁচিতে। এর পেছনে আর কে কে আছে তা চালককে জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে। পুলিশের অনুমান, এর পেছনে আন্তঃরাজ্য মদ পাচারকারী চক্র রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *