ASANSOLBengali NewsBihar-Up-JharkhandKULTI-BARAKARRANIGANJ-JAMURIA

Breaking: আসানসোল হয়ে চলা বেশ কিছু স্পেশাল ট্রেন পরিষেবা বন্ধ

বেঙ্গল মিরর, আসানসোল , সৌরদীপ্ত সেনগুপ্ত : রেল কতৃপক্ষ আসানসোলের ওপর দিয়ে যাওয়া অনেক ট্রেন বাতিল করেছে, রেল কর্তৃপক্ষ পর্যাপ্ত যাত্রী না হওয়ার কারণে পরবর্তী আদেশ জারি না হওয়া পর্যন্ত নিম্নলিখিত বিশেষ ট্রেনগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে:

02383 শিয়ালদা-আসানসোল স্পেশাল 04/05/2021থেকে
বাতিল।

02384 আসানসোল-শিয়ালদা স্পেশাল 04/05/2021থেকে
বাতিল করা হল।

03001 হাওড়া -সিউড়ি স্পেশাল 04/05/2021 থেকে বাতিল।

03002 সিউড়ি-হাওড়া স্পেশাল 04/05/2021 থেকে বাতিল করা হয়েছে।

03506 আসানসোল – দিঘা স্পেশাল 09/05/2021থেকে বাতিল করা হয়েছে।

03505 দিঘা – আসানসোল স্পেশাল 09/05/2021থেকে বাতিল করা হয়েছে।

03512 আসানসোল -টাটা স্পেশাল 04/05/2021 থেকে বাতিল।

03511 টাটা – আসানসোল স্পেশাল 04/05/2021 থেকে বাতিল।

02019 হাওড়া-রাঁচি স্পেশাল 07/05/2021 থেকে বাতিল।

02020 রাঁচি – হাওড়া স্পেশাল 07/05/2021 থেকে বাতিল।

02339 হাওড়া -ধানবাদ স্পেশাল 07/05/2021 থেকে
বাতিল।

02340 ধানবাদ – হাওড়া স্পেশাল 07/05/2021 থেকে বাতিল।

03502 আসানসোল-হলদিয়া স্পেশাল 07/05/2021 থেকে বাতিল।

03501 হলদিয়া-আসানসোল স্পেশাল 07/05/2021 থেকে বাতিল করা হয়েছে।

Breaking : পৌর কর্পোরেশন গুলির দায়িত্ব আবার পুরানো প্রশাসকদের হাতে, কাল থেকে প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় নিজের দপ্তরে বসবেন

Leave a Reply