ASANSOLBengali News

কোভিডেও থমকাবে না উন্নয়নের গতি, তৃতীয়বারেও পূর্ণমন্ত্রী হয়ে মন্তব্য মলয় ঘটকের, শহরে ঢুকতেই পেলেন রাজকীয় অভ্যর্থনা

বেঙ্গল মিরর,রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল, ১১ মেঃ(Asansol News) মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃতীয় সরকারে তৃতীয় বারের জন্য পূর্ণ মন্ত্রী হয়ে শহরে ঢুকতেই মঙ্গলবার রাজকীয় অভ্যর্থনা জানানো হল মন্ত্রী মলয় ঘটককে (Moloy Ghatak)। বাজি ফাটিয়ে, আবির খেলে, মিষ্টি মুখের মাধ্যমে মেতে ওঠেন তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। তিনবারেই পূর্ণ মন্ত্রীত্বের দায়িত্ব পেলেন আসানসোল উত্তর বিধান সভার বিধায়ক মলয় ঘটক। কৃষি, আইন, শ্রম, পিএইচইর মত দপ্তর এর আগে সামলেছেন তিনি। এবার তাকে দেওয়া হল আইন ও বিচার বিভাগের পূর্ত দপ্তরের দায়িত্ব। আইন দফতরের দায়িত্বে তিনি আগেও ছিলেন। এবার প্রথম পূর্ত দফতর।


অনেক রাস্তা ও সেতু নির্মাণের কাজ করতে হবে। সামনেই বর্ষাকাল। তাই সেতু বা রাস্তার মেরামতির কাজ নিয়ম অনুযায়ী ধারাবাহিকভাবেই হবে। পাশাপাশি কোভিড পরিস্থিতি থাকলেও, তাতেও উন্নয়নের গতি থামবে না বলেই জানান মলয় ঘটক। তৃতীয় বারের জন্য মন্ত্রী হয়ে নিজের শহরে ফিরে তিনি বলেন, আসানসোলের জন্য অনেক পরিকল্পনা রয়েছে। নতুন জেলা পেয়েছে আসানসোল ও দূর্গাপুর। জেলা হাসপাতাল, জেলা আদালতের সিবিআই আদালত হয়েছে। তেমন ভাবেই নতুন তৃতীয়বারের সরকার আসানসোলকে ঢেলে সাজাবে বলে তিনি আশ্বাস দেন।

বার্নপুরে ইস্কো কারখানার সঙ্গে রাজ্য সরকারের যৌথ উদ্যোগে কোভিড হাসপাতাল হবে। আসানসোল জেলা হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট তৈরী করা হবে। ইএসআই হাসপাতালের নার্সিং কলেজকে সেফ হোম করা হবে বলে জানালেন মন্ত্রী। মলয় ঘটক বলেন, দিদি আমার ওপর আবার যে বিশ্বাস ও আস্থা রেখেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমাকে যে দায়িত্ব দেওয়া হবে তা আমি যথাযথ ভাবে পালন করার চেষ্টা করবো।


এদিন মন্ত্রী মলয় ঘটককে সংবর্ধনা জানাতে হুড়োহুড়ি লেগে যায় তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক ছাড়া তার অনুগামীদের মধ্যে। এদিন আসানসোলের কালাপাহাড়ি মোড়ে ২ নং জাতীয় সড়কের ছাতাপাথর উড়ালপুলের কাছে তাকে প্রথমে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। এরপর জিটি রোডের উষাগ্রাম, পুরনো রামকৃষ্ণ মিশন মোড় আসানসোল বাজার সহ বিভিন্ন এলাকায় তাকে একইভাবে সম্বর্ধনা দেওয়া হয়। এটপর চেলিডাঙ্গায় ভাই স্বর্গীয় দেবু ওরফে দেবাশীষ ঘটকের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন তিনি।

সেখান থেকে তিনি বিএনআরের দলীয় কার্যালয় হয়ে আপকার গার্ডেনে নিজের বাড়ি পৌঁছান তিনি। সেখানে মন্ত্রী মলয় ঘটককে (Moloy Ghatak) তার স্ত্রী সুদেষ্ণা ঘটক পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান। পাশাপাশি সেখানে তাকে তৃণমূল সমর্থক ও তার অনুগামীরা পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানায়। ছিলেন আসানসোল পুরনিগমের পুর প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক, ব্লক সভাপতি গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, মুনির বেগ, রবিউল ইসলাম, পিন্টু গুপ্তা সহ অন্যান্যরা।


প্রসঙ্গতঃ, (Moloy Ghatak) তৃণমূল কংগ্রেস জন্ম লগ্ন থেকে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে মলয় ঘটক প্রথম ব্যক্তি যিনি দলের দায়িত্ব ছিলেন। বর্তমানে তিনি দলের জেলা চেয়ারম্যানও। ২০১১ থেকে ২০২১ পরপর তিনবার তিনি আসানসোল উত্তর বিধানসভা থেকে ভোটে জয়ী হলেন। এই তিনবারই তিনি মন্ত্রীও হলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *