ASANSOLRANIGANJ-JAMURIA

BREAKINGঃ রানিগঞ্জ এ পরিত্যক্ত কারখানায় আগুন

বেঙ্গল মিরর রানীগঞ্জ, দ্বিপরঞ্জন ব্যানার্জিঃ-

স্থানীয় পরিত্যক্ত একটি কারখানার গোডাউনে হঠাৎ আগুন লেগে যায়। দাও দাও করে জ্বলতে থাকে। সেই গোডাউনে কোম্পানির রাখা জিনিসপত্রে আগুন ধরে যায়। দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।
ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল বেলায় আসানসোলে রানিগঞ্জ বার্ণ এন্ড কোম্পানিতে পরিতক্ত এই কারখানা থেকে ক্রমাগত কারখানার জিনিসপত্র রাত দিন চুরি হয়। এখানে দুষ্কৃতীদের দৌরত্বের ফলে লাগে আগুন না অন্য কোনো কারণ তা খতিয়ে দেখছে দমকল বাহিনী।

আগুনের ছবি

Leave a Reply