Bengali NewsDURGAPUR

করোনার বিরুদ্ধে লড়াইয়ে নামল এমএমসি জুবিলি ক্লাব

জরুরী প্রয়োজনে সরাসরি ফোন করুন নিচের দেওয়া নাম্বারে ৯৬৪৭৯৬৪১৭২, ঝ৯৬০৯৫৭৭১২৮, ৯৪৭৫১৮৭২২২, ৯৪৭৪০৪২৮২০, ৯০৬৪৭৯৩০১৫, ৯৮৬৭০৫৭৬৪৩

বেঙ্গল মিরর, দুর্গাপুর: জুবিলি ক্লাবের পক্ষ থেকে শুক্রবার করোনার বিরুদ্ধে লড়াইয়ের সূচনা করলেন দুর্গাপুর পূর্ব বিধানসভার বিধায়ক প্রদীপ মজুমদার। করণা আক্রান্তদের অক্সিজেন সিলিন্ডার মাস্ক-স্যানিটাইজার পিপিই কিট বিতরণ, জরুরী কালীন ভিত্তিতে নিঃশুল্ক অ্যাম্বুলেন্স পরিষেবা বাড়ি বাড়ি খাবার বিলি সহ মানুষজনের স্বার্থে বিভিন্ন কর্মসূচির সূচনাপর্বে জুবিলি ক্লাবে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায়, বিশিষ্ট শিক্ষাবিদ অনিরুদ্ধ রায়চৌধুরি, তৃণমূল নেতা শঙ্করলাল চট্টোপাধ্যায় , ট্যাম্পু মজুমদার সহ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গতকালই জানানো হয়েছিল করোনা সংক্রমনের বিরুদ্ধে এবার লড়াইয়ে নামল এমএমসি জুবিলি ক্লাব। এলাকার মানুষজন করোনার প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার , পালস অক্সিমিটার , স্যানিটাইজার মাস্ক সহ জরুরী কালীন ভিত্তিতে নিঃশুল্ক অ্যাম্বুলেন্স পরিষেবার সুযোগটি নিতে পারেন। এমনকি প্রয়োজনে খাবার বিলির ব্যবস্থা রাখা হয়েছে ক্লাবের তরফে।

করোনার অতিমারির বিরুদ্ধে রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রশাসন তথা সরকারের তরফে সব রকমের সহযোগিতার ব্যবস্থা করা হয়েছে। বাংলায় মুখ্যমন্ত্রীর লড়াইয়ের পাশে রয়েছেন এমএমসি জুবিলি ক্লাবের সদস্যরাও। তাই করোনায় ভয় নয়। আমরা আছি আপনাদের পাশে, এই বার্তা জদিয়েছেন ক্লাব সম্পাদক বিরু দত্ত।

এলাকার মানুষজনের প্রয়োজনে সদাসতর্ক ক্লাবের সদস্যরা। এলাকায় করণা সংক্রমণ সহ কারোর মধ্যে কোন উপসর্গ দেখা দিলে সরাসরি নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। শুধু আনন্দ বিনোদন নয়, করোনারি অতিমারিতে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে জুবিলি ক্লাবের সদস্যরা এগিয়ে এসেছেন।

এ ব্যাপারে স্থানীয় প্রশাসন সহ সমাজের সর্বস্তরের মানুষজনকে ক্লাবের এই মহান উদ্যোগ সফল করার আহ্বান জানানো হচ্ছে। জরুরী প্রয়োজনে সরাসরি ফোন করুন নিচের দেওয়া নাম্বারে ৯৬৪৭৯৬৪১৭২, ঝ৯৬০৯৫৭৭১২৮, ৯৪৭৫১৮৭২২২, ৯৪৭৪০৪২৮২০, ৯০৬৪৭৯৩০১৫, ৯৮৬৭০৫৭৬৪৩ । সামাজিক স্বার্থে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই বিশেষ প্রতিবেদনটি প্রকাশের আবেদন জানাই। জুবিলী ক্লাবের তরফ এ এ ধরনের কর্মসূচি অন্যান্য সংস্থা বা সংগঠনকেও করোনার বিরুদ্ধে লড়াইয়ের সাহস ও অনুপ্রেরণা জোগাবে। সাংবাদিক বন্ধু সংবাদ কর্মীদের কাছে ক্লাব সম্পাদক বীরু দত্তের তরফ থেকে সহযোগিতা প্রার্থনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *