প্রয়াত হলেন বিশিষ্ট সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়,কোভিড আক্রান্ত হয়েছিলেন,রাজ্যজুড়ে শোকের ছায়া
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত :
কোভিড আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বিশিষ্ট সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। কলকাতায় ই এম বাইপাসের ধারে বেসরকারি হাসপাতাল মেডিকাতে তাঁর চিকিৎসা চলছিল।
রবিবার রাত সাড়ে নটা নাগাদ বাইপাসের ওই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দীর্ঘদিন প্রিন্ট মিডিয়ার সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তী সময়ে তিনি ইলেকট্রনিক মিডিয়াতে যোগ দেন। বাংলার জনপ্রিয় বৈদ্যুতিন মাধ্যম জি ২৪ ঘণ্টায় সম্পাদক ছিলেন তিনি। তার মৃত্যুতে সারা রাজ্যের সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।




হাসপাতাল সূত্র মারফত জানা যাচ্ছে কিছুদিন আগে কোভিড আক্রান্ত হলেও ধীরে- ধীরে সুস্থ হয়ে উঠেছিলেন অঞ্জনবাবু। কিন্তু পরবর্তী সময়ে তার শারীরিক অবস্থার অবনতি দিকে যায়। কোভিড পরবর্তী পরিস্থিতিতে তার শরীরে আরো কিছু সংক্রমণ ধরা পড়ে। বেশ কিছুদিন ধরেই বাইপাসের ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শারীরিক অবস্থার দ্রুত অবনতি দিকে যাওয়ায় তাকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়। কিন্তু ওই সংকটজনক পরিস্থিতির থেকেও তিনি আর ফিরে আসতে পারলেন না। বাংলা হারালো সংবাদ মাধ্যমের এক নক্ষত্রকে।
বস্তুত উল্লেখ্য, অঞ্জন বন্দ্যোপাধ্যায় ছিলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এর ভাই।এদিকে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী হারিয়েছিলেন নিজের মেজো ভাই অসীম বন্দোপাধ্যায়কে। আর আজকে মুখ্যসচিব হারালেন তাঁর ভাই অঞ্জন বন্দোপাধ্যায় কে। বস্তুত এই সংবাদমাধ্যমের উজ্জ্বল নক্ষত্র কে হারিয়ে শোকবিহ্বল সংবাদকর্মীরা ছাড়াও রাজ্যের মানুষ।
এদিকে আজ থেকে শুরু হল আংশিক লক ডাউনের কড়া বিধিনিষেধ। আর কঠোর লকডাউন কেন দরকার তের পাওয়া যাচ্ছে স্বাস্থ্য দফতরের প্রকাশ করা দৈনিক বুলেটিনের পরিসংখ্যানে। সংক্রমণের হারের সঙ্গে মৃতের সংখ্যাও উর্ধ্বমুখী রাজ্যে। দেড়শোর আরও কাছে চলে গেল মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনা করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৪৭ জন। ১৯ হাজার ১১৭ জন আক্রান্ত হয়েছেন কোভিডে।
রাজ্যে টানা বাড়ছে সংক্রমণের হার।
স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৬৪ হাজার ৩২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রামিত হয়েছেন ১৯ হাজার ১১৭ জন। গতকাল সংখ্যাটা ছিল ১৯,৫১১। সংক্রমণের হার ৯.৯১%। গতকাল তা ছিল ৯.৮০ শতাংশ। কলকাতায় খানিকটা কমল সংক্রমিত। দৈনিক আক্রান্ত ৩ হাজার ৪৫১ জন। ৪ হাজার ১১৬ জন সংক্রামিত উত্তর ২৪ পরগনায়।
মৃতের সংখ্যা নতুন নতুন রেকর্ড গড়ে চলেছে রাজ্যে। গতকালের পরিসংখ্যান ছিল ১৪৪। ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ১৪৭ জনের। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা যথাক্রমে ৩৩ ও ৩৯।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ১৩১ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৮৭.২০%। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্ত ১ লক্ষ ৩১ হাজার ৮০৫ জন।