ASANSOLASANSOL-BURNPURBARABANI-SALANPUR-CHITTARANJANBengali NewsKULTI-BARAKARRANIGANJ-JAMURIA

নারদা কান্ডে তৃণমূল নেতাদের গ্রেফতারের প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা, শিল্পাঞ্চলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল, ১৭মেঃ নারদা কান্ডে তৃণমূল নেতাদের গ্রেফতার করার প্রতিবাদে আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় তৃনমুল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা সরব হয়ে রাস্তায় নেমেছেন। আসানসোল শহর থেকে কুলটি, বার্ণপুর, রানিগঞ্জ থেকে জামুড়িয়া শাসক দলের কর্মীরা টায়ার জ্বালিয়ে ও কুশপুত্তলিকা দাহ করেন। আক্রমন করা হয় রাজ্যপাল জগদীপ ধনকড়, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ থেকে বিজেপির নেতাদের।

9

আসানসোল পুরনিগমের চেয়ারপার্সন অমরনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ দেখান হয় রেলপার ও আশ্রম মোড়ে। উপস্থিত ছিলেন রবিউল ইসলাম, রবি চট্টোপাধ্যায়, রিন্টু গঙ্গোপাধ্যায় প্রমূখ।

একইভাবে আসানসোলের জিটি রোডে সিটি বাসস্ট্যান্ডের কাছে শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি নেতা রাজু আলুওয়ালিয়ার নেতৃত্বে বিক্ষোভ প্রতিবাদ হয়।

জিটি রোডের বিএনআরের কাছেই ভগৎ সিং মোড়ে তৃনমুল কংগ্রেসের মাইনোরিটি সেলের জেলা সভাপতি সৈয়দ আফরোজর নেতৃত্বে কুশপুত্তলিকা দাহ করে তৃনমুল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা বিক্ষোভ দেখান। উপস্থিত ছিলেন
মনোজ রজক, মুকেশ ঝা, মাধব দাস, মোহাম্মদ ইজাজ আহমদ, সাজিদ, সিরাজ, দানিশ, আমন, মান্নু, শাকিল প্রমুখ তৃণমূল নেতাকর্মীরা।


আসানসোলের হটন রোডের গৌরমন্ডল রোড মোড়ে সৈয়দ রশিদের নেতৃত্বে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। উপস্থিত ছিলেন সৈয়দ রশিদ, মোহাম্মদ আরিফ, মুকেশ ঝা, মনোজ রাজাক, ইজাজ আহমেদ, মাধব দাস, এমডি চাঁদ, মান্নু, তৌশীফ, আরফি প্রমুখ তৃণমূল নেতাকর্মীরা।

অন্যদিকে, রানিগঞ্জ মোড়ে জামুড়িয়ার তৃনমুল কংগ্রেস বিধায়ক হরেরাম সিংয়ের নেতৃত্বে বিক্ষোভ হয়। কুলটির নিয়ামতপুরে তৃনমুল কংগ্রেসের কুলটি ব্লক তৃনমুল কংগ্রেসের পক্ষ থেকে দলের নেতা ও মন্ত্রীদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ চলে।

বারাবনি থানার দোমহানিতে প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহের কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ

কাজল মিত্র:-ভূঁইয়া উত্থান সমিতির সভাপতি সিন্টু ভূইয়া এর নেতৃত্বে বারবানি থানার দোমহানী রেল গেট সংলগ্ন রাস্তায় বহু তৃণমূলের কর্মী সমর্থক টায়ার জ্বালিয়ে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী ও অমিত সাহ এর কুশপুত্তলিকা জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিন সিন্টু ভূঁইয়া বলেন পশ্চিমবঙ্গে বিজেপির পরাজয়ের পর যেকোন উপায়ে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন লাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন আর তাই যখন পুরো বিশ্ব করোনার মতো মহামারী নিয়ে লড়াই করছে, তখন বিজেপি কেন্দ্রীয় সরকারের পোষা সিবিআই দিয়ে তৃণমূলের নেতা ও মন্ত্রীদের গ্রেফতার করছেন । হার হবার ফলে শুধু প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে যাচ্ছে।
ভারতীয় জনতা পার্টিকে প্রতিশোধের রাজনীতি করার অভিযোগ করে জনতা বীররোদের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করে।

যদিও বারবানি এলাকার বিধান উপাধ্যায় তৃণমূলের সমস্ত কর্মীদের শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করতে বলেছিলেন, তবে করোনার মহামারীর সময় বারাবনি অঞ্চলে আমাদের সকল কর্মী যদি কিছু ঘটে তবে আমাদের কষ্ট হবে ।আমাদেরও বিক্ষোভ প্রদর্শন করতে হবে তবে শান্তিপূর্ণ ভাবে ।


এদিন এই বিক্ষোভে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতি কমিটির সদস্য, বরবানী ব্লক, হিন্দি কোষের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অজয় ​​কুমার পাসওয়ান, কাজল বাউরি, রকেশ কুমার পাসওয়ান, শঙ্কর বাউড়ি, বিট্টু বিশ্বকর্মা, বান্টি বাউরি আক্তার আলম সহ বহু তৃণমূলের কর্মী সমর্থক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *