ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

লেফট ব্যাংক কলোনিতে করা হল স্যানিটাইজ

বেঙ্গল মিরর, কাজল মিত্র, : যেহারে করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে তার থেকে সুরক্ষা নিতে ডিভিসি কর্তৃপক্ষ নিজেদের কর্মী দের আবাসন ও আসে-পাশের পার্শ্ববর্তী এলাকায় এবং ডিভিসি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়,পাম্প হাউস,হাইডেল,রাজ্য পুলিশের নাকা পয়েন্ট সহ বিভিন্ন অঞ্চলে স্যানিটাইজ করেন। রাষ্ট্রীয় মানব অধিকার এবং মহিলা বাল
বিকাশ সংস্থার প্রচেষ্টায় ও দামোদর ভ্যালি কর্পোরেশনের উদ্যোগে লেফট ব্যাংকের বিভিন্ন অঞ্চলে স্যানিটাইজ করা হয়।


এই প্রসঙ্গে ডি.ভি.সি এসিস্ট্যান্ট ম্যানেজার সঞ্জয় প্রিয়দর্শনী বলেন।যে ডিভিসি প্রতিনিয়ত বিভিন্ন স্থানে স্যানিটাইজ করে চলেছে।ডিভিসি করোনা নিজে দের কর্মী ও পার্শ্ববর্তী অঞ্চলের সুরক্ষার জন্য এক টিম গঠন করে মানুষের জীবন বাঁচাতে বিভিন্ন কাজ করছে।
এই প্রসঙ্গে রাষ্ট্রীয় মানব অধিকার এবং মহিলা বাল বিকাশ সংস্থার ওয়েস্ট বেঙ্গল স্টেট প্রেসিডেন্ট অনুজ সিং বলেন যে এই মহা মারীতে মানুষকে বাঁচাতে সব ধরনের সংস্থাকে এগিয়ে আসতে হবে আমরা ডিভিসির কাছে এক ছোট্ট আবেদন করেছিলাম যে লেফ্ট ব্যাংকের বিভিন্ন অঞ্চলে স্যানিটাইজ করানোর জন্য তারা আমাদের কথা রেখেছে।আগামী দিনে আমরা চেষ্টা করে চলেছি যে কল্যাণেশ্বরী মন্দির প্রাঙ্গণ সহ আশেপাশের বিভিন্ন অঞ্চলে গিয়ে স্যানিটাইজ করানোর।

Leave a Reply