চেয়ারম্যান অমর চ্যাটার্জীর হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দিলেন সুব্রত চ্যাটার্জী
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়/ সৌরদীপ্ত সেনগুপ্ত: করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পরেই পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে পশ্চিম বর্ধমানের জেলা সদর আসানসোল শিল্পাঞ্চলের করোনা ভাইরাস আতঙ্কে মানুষ কার্যত তটস্থ। ইতিমধ্যেই রাজ্য জুড়ে চলছে কঠোর বিধিনিষেধ যুক্ত আংশিক লক ডাউন।
আর এই পরিস্থিতিতে মানুষের সুরক্ষার স্বার্থে এগিয়ে এলেন শিল্পাঞ্চলের
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী সুব্রত চ্যাটার্জি (বুলু দা)। শুক্রবার আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জীকে ১০০০ টি এন – ৯৫ মাস্ক এবং পর্যাপ্ত পরিমাণ স্যানিটাইজার হস্তান্তর করেন।
সুব্রত চ্যাটার্জী বলেন আসানসোলের নাগরিকদের পাশে অতীতেও তিনি দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকবেন। এছাড়া সম্ভাব্য সকল কাজে সহায়তার চেষ্টা করার আশ্বাসও দেন তিনি। ওই সুরক্ষা সামগ্রী কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের চেয়ারম্যানের হাতে দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শঙ্কর চ্যাটার্জী, অঞ্জনী বর্মণ, অভিনব মুখোপাধ্যায়, দীপ ব্যানার্জি ও রবিকান্ত মণ্ডল।