ASANSOL

বন্ধুদের সাঁতার কাটা দেখাতে গিয়ে পুকুরের জলে তলিয়ে গেলো যুবক, উদ্ধারে সিভিল ডিফেন্স

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২১ মেঃ পুকুরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে সাঁতার কেটে যাওয়ার সময় জলে তলিয়ে গেলো এক যুবক। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার ঊষাগ্রামের ইটাভাটা পুকুরে। তলিয়ে যাওয়া যুবকের নাম অভিষেক করকাট্টা (২২)। ঐ যুবকের বাড়ি উষাগ্রামেই বলে জানা গেছে। আসানসোল দক্ষিণ থানার পুলিশ যুবকের খোঁজ চালাতে জেলা প্রশাসনের সিভিল ডিফেন্সের উদ্ধারকারী ডুবুরিদের নিয়ে আসে।


পুলিশ সূত্রে জানা যায়, এদিন দুপুরে স্থানীয় এলাকার বাসিন্দা কয়েক জন বন্ধু মিলে ইটভাটা পুকুরে স্নান করতে নামে। তারা পুকুরে নেমে জলের মধ্যে সাঁতার কাটছিল। সেই সময় বছর ২২ এর অভিষেক করকাট্টা নামে এক যুবক বন্ধুদের বলে পুকুরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে সাঁতার কেটে যাওয়ার চেষ্টা করবে। আর কি কেউ তা তার সঙ্গে করবে? সেই কথা বলে অভিষেক সাঁতার কাটা শুরু করে। পুকুরের মাঝে পৌঁছাতেই বন্ধুদের হাত নেড়ে দেখানোর পরে অভিষেক জলে ডুবে যায়। কারণ তারপর বন্ধুরা তাকে আর দেখতে পায়নি।

বন্ধুরা পাড়ে উঠে আসে। খবর পেয়ে অভিষেকের বাড়ির লোকেরা দৌড়ে আসেন। এলাকার বাসিন্দারাও পুকুরে চারপাশে ভিড় জমান। খবর দেওয়া হয় আসানসোল দক্ষিণ থানার পুলিশকে। অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌঁছায়। খবর দেওয়া হয় সিভিল ডিফেন্সের ডুবুরি দলকে। বিকেলে ডুবুরির দল এসে পুকুরে নেমে উদ্ধার কাজ শুরু করে। সন্ধ্যা সাড়ে ছটার শেষ খবর খোঁজ পাওয়া যায় নি অভিষেকের। উদ্ধার কাজ চালাচ্ছে ডুবুরি দল।

Leave a Reply