ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

চুরি করতে এসে নতুন বাইক ফেলে পালাল চোরের দল

বেঙ্গল মিরর কাজল মিত্র :– চিত্তরঞ্জন থানার অন্তর্গত বিভিন্ন দুস্কৃতিমূলক কাজের তালিকা দিনের দিন বেড়েই চলেছে কিছুদিন পূর্বেই হত্যার মামলা এখনো ঠান্ডা না হতেই মোবাইল চুরির সাথে সাথে চিত্তরঞ্জন শহরে থাকা বিভিন্ন ছোট ছোট গোডাউন গুলিতে চোরেরা তাক বুঝে বিভিন্ন যন্ত্রপাতি সহ গ্যাসের সিলিন্ডার চুরি করতে প্রবেশ করছে । এমনই এক ঘটনা ঘটল চিত্তরঞ্জন ফতেপুর এলাকায় ৫৩ নম্বর রাস্তার শেষের দিকে ঠিকেদার অভিষেক সিংয়ের একটি বড় গােডাউন আছে । কিন্তু বেশ কিছুদিন ধরেই তার গােডাউন থেকে মূল্যবান কিছু জিনিসপত্র চুরি হতে থাকে । ফলে তিনি এবার নড়েচড়ে বসেন এবং পুনরায় চোর এর অপেক্ষা করেন তাদের হাতে নাতে ধরার জন্য ।যদিও এর আগে দুই বার এই গোডাউন থেকে চোরের দল গ্যাসের সিলিন্ডার সহ বহু লোহার যন্ত্রপাতি চুরি করে পালায় ।


তবে এবারে চোরকে ধরার জন্য নিজেই ফাঁদ পেতে ফেললেন ।তবে সবকিছু ঠিক ঠাক থাকলেও চোরদের ধরে ফেললেও সুযোগ বুঝে চালাক চোর প্রাণের দায়ে নিজের নতুন বাইক ফেলে চম্পট দেয় । তবে ছেড়ে আসা বাইকের সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে পুলিশ জানতে পেরেছে ফেলে যাওয়া বাইকটির মালিক এর নাম শিবচরণ মিস্ত্রি। এই সূত্র ধরেই পুরাে চোরের দলটিকে ধরা সক্ষম হবে বলে জানান পুলিশ । তবে স্থানীয় মানুষ জানিয়েছেন এই গোডাউন থেকে চিত্তরঞ্জন থানা ১০০ মিটারের মধ্যে থাকা সত্ত্বেও কিভাবে পুলিশ প্রসাশনের চোখে ধুলো দিয়ে এসব চুরি ঘটনা ঘটছে। প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *