সালানপুর ব্লকে দফায়-দফায় ব্যাবসায়ীদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- দিন-দিন বৃদ্ধি পাচ্ছে করোনা ভাই সারের।আর তত মানুষের লাইন পড়ছে ভ্যাকসিন নেওয়ার জন্য। সালানপুর ব্লকে সাধারণ মানুষের পাশাপাশি এবার শুরু হয়েছে ছোট বড় আকারের ব্যাবসাদের ভ্যাকসিনেশন।সালানপুর ব্লক প্রশাসনের উদ্যোগে ব্লকের যান বাহন চালক থেকে শুরু করে সমস্ত ব্যাবসায়ীদের দেওয়া হচ্ছে ভ্যাকসিন।
প্রায় পাঁচ হাজার ব্যাবসায়ী সহ যানবাহন চালকে কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে পিঠাকেয়ারী স্বাস্থ্যকেন্দ্রে।
আজ সোমবার প্রায় তিনশ জন ব্যাবসায়ীদের ভ্যাকসিন দেওয়া হয়।তার পাশাপাশি সালানপুর ব্লকের পিঠাকেয়ারী স্বাস্থ্যকেন্দ্রে প্রতনিয়ত কোভিড টেস্ট পরীক্ষা করা হচ্ছে।
এই প্রসঙ্গে এক ব্যবসায়ী জানান সাধারণ মানুষের পাশাপাশি প্রায় পাঁচ হাজার ব্যাবসায়ীকে এবার দেওয়া হচ্ছে ভ্যাকসিন।আমরা খুব আতঙ্কে ছিলাম কারণ প্রতি দিন সাধারণ মানুষের কাছে যেতে হয় আমাদের আমরা ভ্যাকসিন পেয়ে খুব খুশি