ASANSOL

আসানসোল দক্ষিণ থানার পক্ষ থেকে বস্ত্র বিতরণ

বেঙ্গল মিরর,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : দুর্গাপূজা উপলক্ষে আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ অভিজিৎ চ্যাটার্জী ৩৮ নম্বর ওয়ার্ডের কালীপাহাড়ী এলাকায় অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের শাড়ি বিতরণ করেন। কালীপাহাড়ীর এজেন্ট অফিসের কাছে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং মানুষের মধ্যে কাপড় বিতরণ করা হয়।

ঘটনাস্থলে, দক্ষিণ থানার ইনচার্জ অভিজিৎ চ্যাটার্জি জানান, এর আগেও মানুষকে তাদের চাহিদা অনুযায়ী সাহায্য করা হয়েছে। মহিলাদের পাশাপাশি তিনি শিশুদের মধ্যে নতুন পোশাকও বিতরণ করেন। ওই কর্মসূচিতে টাউন অফিসার এসআই মদন মোহন দত্ত, শান্তনু মুখার্জি, জেলার
তৃণমূল যুব সহ -সভাপতি প্রমোদ সিং, কিষান বাউরি, দুর্লভ সিং, প্রকাশ বাউরি এবং জিত দাস উপস্থিত ছিলেন।

Leave a Reply