ASANSOLASANSOL-BURNPURBengali News

WBTPTA এর উদ্যোগে কোভিড প্রোটেকশন কিট প্রদান

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-দিনের দিন করোনার প্রকোপ বেড়েই চলেছে আর সেই কথা মাথায় রেখে বাজারে কর্মরত বিভিন্ন দোকানদার বা গণপরিবহন ও গণপরিষেবার সাথে যুক্ত ব্যক্তি দের হাতে সম্মানীয় শিক্ষক সংঘঠন এর পক্ষ থেকে বার্নপুর টাউন
WBTPTA হীরাপুর চক্র এর উদ্যোগে সকলকে কোভিড প্রোটেকশন কিট প্রদান করা হলো ।এদিন শিক্ষক সংগঠনের রাজ্য় সভাপতি অশোক রুদ্র নিজে উপস্থিত থেকে সকলকে গিয়ে গিয়ে এই সকল কোভিড সামগ্রী মাস্ক ,সেনেটাইজার, গ্লাভস, প্রদান করেন।

শিক্ষক সংগঠনের রাজ্য় সভাপতি অশোক রুদ্রের নেতৃত্বে বিগত কয়েক দিন ধরে বিভিন্ন এলাকায় মানুষদের মধ্য়ে কোভিড প্রোটেকশন কিট প্রদান করা হচ্ছে। তিনি বলেন কোবিড থেকে রাজ্য়ের মানুষ কে রক্ষা করার জন্য় আমাদের মুখ্য়রমন্ত্রী মমতা বন্দোপাধ্য়ায় অনেক কাজ করছেন, কেন্দ্র সরকারের সহয়োগিতা না পাওয়ার পরেও তিনি সীমিত ক্ষমতার মধ্য়ে রাজ্য়বাসীদের জন্য় কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *