ASANSOLASANSOL-BURNPUR

করোনার বিরূদ্ধে লড়াইয়ে সিটি কেবেল এগিয়ে এল, আক্সিজন সিলিন্ডার দেওয়ার সাথে, ভর্তি করার দায়িত্ব নিল

বেঙ্গল মিরর,,দেব ভট্টাচার্জি , আসানসোল ঃ রাজ্য জুড়ে চলছে করোনার দাপট,মৃত্যু মিছিল অব্যাহত। গোদের উপর বিষ ফোঁড়া হয়ে দেখা দিয়েছে অক্সিজেনের আকাল।মুখ্যমন্ত্রীর অনুরোধে সাড়া দিয়ে আসানসোল বাসীর কোরোনা কালে সেই অভাব মেটাতে উদ্যোগ নিলো সিটি কেবেল (Siti Cable) ।সিটি কেবেলের আসানসোল অফিসে আজ এক অনাড়ম্বর অনু্ঠানের মধ্যে দিয়ে আসানসোল পুরণীগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জীর হাতে একাধিক অক্সিজেন সিলিন্ডার তুলে দিলেন সিটি কেবলের অন্যতম কর্ণধার জয়দীপ মুখার্জী।


ওই অনুষ্ঠানে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন ,আসানসোল ডিস্ট্রিক্ট হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস,রক্ত আন্দোলনের পথিকৃৎ প্রবীর ধর, মহিলা থানার ওসি অন্যন্যা দে,বিদায়ী কাউন্সিলর বাবিতা দাস প্রমুখ।প্রশাসক অমরনাথ চ্যাটার্জী সিটি কেবলের উদ্যোগ কে সাধুবাদ জানান। সিটি কেবলের অন্যতম কর্ণধার জয়দীপ মুখার্জি জানান সিটি কেবল সব সময় মানুষের পাশে আছে।পুরো বিষয়টি আসানসোল পুরণিগম দেখাশোনা করবে।সিটি কেবল অক্সিজেন সিলিন্ডার দেওয়ার পাশাপাশি সেই খালি সিলিন্ডার ভর্তির দায়িত্বও নেবে.

Must watch video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *