ASANSOLASANSOL-BURNPURBengali News

এক মাসের মধ্যে দু বোনের মৃত্যু ঘিরে রহস্য

বেঙ্গল মিরর, কাজল মিত্র, বার্নপুর :- এক মাসের মধ্যে দু বোনের মৃত্যু ঘিরে রহস্য, আত্ময়ীদের  অভিযোগের  ভিত্তিতে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠাল হিরাপুর থানার পুলিশ ।ঘটনায় চাঞ্চল্য এলাকায় ।হিরাপুর থানার সাতাডাঙা এলাকায় দুই অবিবাহিত বোন ও দাদা থাকত।গত মাসের 14 তারিখ  এক দিদির মৃত্যু  হয় বলে  জানিয়েছেন আত্মীয়রা।এর পরে আজকে সকালে আরো এক বোনের মৃত্যুর ঘটনা সামনে এলে প্রতিবেশী ও আত্মীয়দের সন্দেহ হয়।এর পরেই পুলিশে খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য ।ভাইকে আটক করেছে পুলিশ ।

YAAS এর তাণ্ডব : রাজ্যে ২০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত, ১৫ লক্ষ মানুষকে সরিয়ে ত্রান কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে : মুখ্যমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *