LatestWest Bengal

রাজ্য পুলিশে ব্যাপক রদবদল, ৫৫ জন পুলিশ আধিকারিক রদবদল

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : রাজ্য পুলিশে ব্যাপক রদবদল করা হয়েছে। রাজ্য পুলিশে ডিআইজি থেকে এসপি, ডিএসপি এবং এসিপি স্তরের ৫৫ আধিকারিককে রদবদল করা হয়েছে। ৫০ জনের বেশি আইপিএস অফিসারকে বদলি করা হয়েছে। অভিষেক মোদীকে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ডিসি (ওয়েস্ট) করা হয়েছে, তিনি চন্দননগর কমিশনারেটে ডিসি ছিলেন। একইসঙ্গে ডঃ সোনওয়ানে কুলদীপ সুরেশকে ডিসি (সেন্ট্রাল) করা হয়েছে। তিনি বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট এর এএসপি ছিলেন। একই সাথে ADPC এর এসিপি অক্ষত গার্গকে কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট এর এএসপি করা হয়েছে।

পুলিশ অফিসারদের রদবদলের তালিকা দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *