ASANSOLBengali News

জাতীয় সড়কের উপর উল্টে গেল একটি তেল ভর্তি লরি

বেঙ্গল মিরর, কাজল মিত্র :– পশ্চিম বর্ধমানের আসানসোলের চন্দ্রচুর মন্দির সংলগ্ন জাতীয় সড়কের উপর উল্টে গেল একটি চোদ্দচাকার লরি। গাড়িটির পাল্টি খাওয়াকে কেন্দ্র করে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছোতে হয় পুলিশ কে। এই ঘটনায় এখনো পর্যন্ত পথচলতি কোনো হতাহতের খবর নেই, তবে ড্রাইভার ও খালাসি আহত হয়েছে।



প্রতক্ষ্যদররীরা জানান, আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ একটি চোদ্দচাকার গাড়ি অন্ধ্রপ্রদেশ থেকে আসানসোল শিল্পাঞ্চলের সালানপুর মেলেকলা আইসক্রিম কারখানা যাওয়ার সময় গাড়ির চালকএর চোখ লেগে যাওয়ার কারণে গাড়িটি. আসানসোল চন্দ্রচুর মন্দির সংলগ্ন জাতীয় সড়কের ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে যারফলে তেল বোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই গাড়িটি পাল্টি খায়। জানা যায় গাড়ীটিতে ভোজ্য তেল ছিল। চালক ও খালাশী কোনোরকম প্রাণে বাঁচলেও আহত হয়েছেন। তবে কিছুক্ষণ এর জন্যে জাতীয় সড়কে যানজট সৃষ্টি হয় পরে।খবর পেয়ে স্থানীয় ও পুলিশ তৎপরতাই যানজট মুক্ত করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *