BARABANI-SALANPUR-CHITTARANJAN

দিনের বেলায় আলোকিত, রাত্রি বেলা অন্ধকার

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-সালানপুর ব্লকের অন্তর্গত আসানসোল রূপনারায়ানপুর থেকে সামডি যাওয়ার রাস্তার ধারে লাগানো রয়েছে পথ বাতি। রাস্তার বাতি গুলি লাগানো হলেও বহুদিন ধরে রাতের অন্ধকারে মধ্যে দিয়েই যাতায়াত করতে হয় পথচারীদের ।যদিও রাস্তার এই আলোগুলি দিনের বেলায় আলোকিত হলেও রাত্রি বেলা অন্ধকার থাকে।রাস্তায় বাতি লাগানো হলেও প্রশাসনের পক্ষ থেকে নেই কোন নির্দিষ্ট তদারকি করার কর্মী অতএব দিনের বেলায় আলো জ্বলার ফলে যে বিদ্যুৎ এর অপচয় হচ্ছে সেসব দেখারও কেউ নেই। সুতরাং এসব বিলের মাশুল সাধারণ মানুষের ঘাড়ে এসে পড়ছে ।বহু মানুষের অভিযোগ প্রশাসনের তরফে রাস্তায় আলো লাগলেও রাত্রে সেও আলো জ্বলেনা তার বদলে দিনের বেলা সূর্যের আলোয় রাস্তার বাতি গুলি জ্বলতে থাকে ।


এই ঘটনা প্রায় একমাস এর উপর পেরিয়ে গেলেও নেয় কোন কারো ভ্রুক্ষেপ।
বিদ্যুৎ দফতর এর পক্ষ থেকে জানায় হয় যে এসব লাইট গুলি ব্লক ও পঞ্চায়েত এর দায়িত্বে রয়েছে তাই আমাদের কিছু করার নেই ।তবে এবার রূপনারায়ানপুর পঞ্চায়েত প্রধান রানু রায় জানান এই লাইট গুলি এডিডিএ থেকে লাগানো হয়েছে তবে আমাদের শুধু বিল দেবার দায়িত্বে রয়েছে মেন্টেনস এর দায়িত্ব আমাদের নয় ।তবে সাধারণ মানুষের প্রশ্ন এই বৈদ্যুতিক বাতিগুলো গুলো খারাপ হলে কে সারাবেন ।এবিষয়ে জেলাপরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান বলেন তিনি এসব বিষয়ে জানেন না তবে খুব শীঘ্রই দেখছেন কি করা যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *