ASANSOLBengali NewsKULTI-BARAKAR

করোনাকালে জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে চরম সংকট, আসানসোল ইচ্ছে-পূরণ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রক্তদান শিবির

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৪ জুনঃ করোনার প্রকোপে গত কয়েক মাস ধরে গোটা শিল্পাঞ্চল জুড়ে রক্তের সংকট চলছে। আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক কতৃপক্ষ সেই সংকট সামাল দিতে প্রতিনিয়ত লড়াই চালাচ্ছে। কোন রোগী যাতে রক্তের অভাবে সমস্যায় না পড়েন তারজন্য জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস ও ব্লাড ব্যাঙ্কের ইনচার্জ ডাঃ সঞ্জিত চট্টোপাধ্যায় বিভিন্ন সামাজিক সংগঠনকে করোনা বিধি মেনে রক্তদান শিবির আয়োজন করার আবেদন করেছেন। অনেক সংগঠন সেই আবেদনে সাড়া দিয়ে এগিয়েও এসেছে। অনেক মানুষ ব্যক্তিগতভাবেও এগিয়ে এসে রক্তদান করছেন।


শিল্পাঞ্চলের আরো একটি সামাজিক সংগঠন ” আসানসোল ইচ্ছে-পূরণ ওয়েলফেয়ার সোসাইটি ” একইভাবে এগিয়ে এসে শুক্রবার এক রক্তদান শিবিরের আয়োজন করে। এদিন আসানসোলের কুলটির ৬২ নং ওয়ার্ডের পুনুরি কমিউনিটি হলে সেই রক্তদান শিবির হয়। রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন প্রাক্তন কাউন্সিলর বিশ্বনাথ মন্ডল ও ডাঃ ত্রিদিবেশ ভট্টাচার্য। এছাড়াও ছিলেন সোসাইটির সভাপতি সৌরভ ঘোষ, বিবেকানন্দ চক্রবর্তী, সন্দীপ রায়, অরিন্দম চক্রবর্তী, রামমোহন মুখোপাধ্যায় ও অমিতাভ ঘোষ। আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় হওয়া এদিনের শিবির থেকে ২১ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হয়েছে, এই প্রথম এইভাবে রক্তদান শিবিরের আয়োজন করা হলো। আগামী দিনে সোসাইটি সাধারণ মানুষের পাশে থাকতে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *