ASANSOLRANIGANJ-JAMURIA

রাস্তার বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাবালকের মৃত্যু

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য /রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৪ জুনঃ বাড়ির বাইরে রাস্তায় থাকা বৈদ্যুতিক খুঁটি থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক নাবালকের। মৃত নাবালকের নাম হাসান খান (১২)। শুক্রবার সকালে আসানসোলের জামুড়িয়া থানার নিংঘা কোলিয়ারির নিচু সেন্টার এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই ঘটনায় গোটা এলাকায় একইসঙ্গে শোকের ছায়া নেমে আসে ও ক্ষোভের সৃষ্টি হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, জামুড়িয়ার নিংঘা কোলিয়ারি নিচু সেন্টার এলাকার বাসিন্দা নাসিম খানের ছেলে হাসান খান বাড়ির সামনে খেলা করছিলো হাতে একটা লোহার ছোট পাইপ নিয়ে। হাসানের বাড়ি থেকে কিছু দূরে একটা বিদ্যুতের খুঁটি আছে। হাসান খান খেলার ছলে সেই বিদ্যুতের খুঁটিতে লোহার পাইপ দিয়ে ছোঁয়াতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচৈতন্য হয়ে যায়। এলাকার বাসিন্দারা তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরে এলাকার বাসিন্দারা বিদ্যুৎ দপ্তরে খবর দিলে বিদ্যুৎ বিভাগের কর্মীরা সেখানে আসেন। এলাকার বাসিন্দারা তাদেরকে ঘিরে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখানো শুরু করেন। তাদের অভিযোগ, ঐ বিদ্যুতের খুঁটির সঙ্গে থাকা একটি তার থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ছুটে আসে ও পরিস্থিতি সামাল দেয়।
এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে আসানসোল দূর্গাপুর পুলিশের এসিপি তথাগত পান্ডে জানিয়েছেন।

Leave a Reply