ASANSOLBengali News

নর্থ ভার্জিনিয়া বেঙ্গল অ্যাসোসিয়েশন কেয়ার্স ( NVBA Cares ) এর সদস্যরা সুন্দরবনের বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়ালেন, আসানসোল অঙ্গীকার ফাউন্ডেশন ক্ষতিগ্রস্থ এলাকার মানুষদের ত্রাণ সামগ্রী পোঁছে দেবে

বেঙ্গল মিরর, আসনসোল ঃ আমেরিকার ভার্জিনিয়া প্রদেশের নর্থ ভার্জিনিয়া বেঙ্গল অ্যাসোসিয়েশন কেয়ার্স ( NVBA Cares ) এর সদস্যরা এবারে সুন্দরবনের বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়ালেন ৷ আসানসোল অঙ্গীকার ফাউন্ডেশন নামে একটি সংস্থাকে তাঁরা এই জন্য কুড়ি হাজার টাকা অনুদান দিলেন ৷ উল্লেখ্য, আগামী সোমবার অঙ্গীকার ফাউন্ডেশন সাগর দ্বীপে ক্ষতিগ্রস্থ এলাকার মানুষদের সাহায্যার্থে রওনা দিচ্ছে ৷ আগামী ৭ জুন অঙ্গীকার ফাউন্ডেশন ক্ষতিগ্রস্ত এলাকার পরিবারদের কাছে ত্রাণ সামগ্রী পোঁছে দেবে।

শুধু আসানসোল নয়, এই মুহূর্তে NVBA Cares হুগলী জেলার উত্তরপাড়ায় নিয়মিত অক্সিজেন জোগান দিয়ে যাচ্ছে কোভিড পেটেন্টদের ঘরে ঘরে ৷ প্রসঙ্গত উল্লেখ্য, আমেরিকার ভার্জিনিয়ায় মূলত বাঙালিদের নিয়ে গড়ে উঠা NVBA Cares দীর্ঘ ১৪ মাস ধরে সীতারামপুরে অন্তত ৯০-১০০ জন বাচ্চাকে প্রতিদিন মধ্যাহ্নভোজন খাইয়ে আসছে ৷ আপৎকালীন শিক্ষার ব্যবস্থা বা পুজোর সময় ওইসব দুঃস্থ ছেলেমেয়েদের পোষাক পরিচ্ছেদ বা জুতোও প্রদান করেছে ৷ গত ডিসেম্বর মাসে দিয়েছে শীতবস্ত্রও ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *