ASANSOLKULTI-BARAKAR

চুরি হওয়া সোনা উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করলো নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- চুরি হাওয়া সোনা উদ্ধার করলো নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ , গ্রেপ্তার এক ।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এরা কুলটি থানা অন্তর্গত নিয়ামতপুর ফাঁড়ি পুলিশের বড় সাফল্য চুরি হাওয়া সোনার সমান উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করলো নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ ।

ঘটনা সম্বন্ধে পুলিশ সূত্রে জানা যায় যে বিগত বুধবার 9 তারিখে নিয়ামতপুর মন্দির পাড়ার বাসিন্দা বরুণ কুমার সাহার বাড়িতে চুরির ঘটনা ঘটে । ঘটনা লিখিত অভিযোগে প্রায় 99 গ্রাম সোনা চুরি হাওয়ার ঘটনার লিখিত অভিযোগ করা হয় নিয়ামতপুর ফাঁড়িতে । অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত করে নিয়ামতপুর মন্দির পাড়ার ই বাসিন্দা দীপক শাব কে 11তারিখ শুক্রবারে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে উদ্ধার হয় চুরি হাওয়া সমান । অভিযুক্তকে আজ আসানসোল আদালতে পাঠিয়ে দেওয়া হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *