ডাকাতির পরিকল্পনা বানচাল করে ৬ সশস্ত্র ডাকাতকে ধরলো পুলিশ
বেঙ্গল মিরর,রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্য, আসানসোল, ১২ জুনঃ ডাকাতির পরিকল্পনা বানচাল করে দিয়ে শুক্রবার রাতে ৬ সশস্ত্র ডাকাতকে গ্রেফতার করলো আসানসোল দূর্গাপুর পুলিশের সালানপুর থানার রুপনারায়নপুর ফাঁড়ির পুলিশ। সালানপুর থানার রুপনারায়নপুর পুলিশ ফাঁড়ির মালবহাল ফুটবল গ্রাউন্ডের কাছ থেকে এই ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। যদিও রাতের অন্ধকারের সুযোগ নিয়ে আরো ৩ ডাকাত এলাকা ছেড়ে পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে পুলিশ একটি দেশী পাইপগান, এক রাউন্ড গুলি, ভোজালি, লোহার রড উদ্ধার করেছে। ধৃতদের নাম হলো গণেশ ধীবর, রামেশ্বর দাস ওরফে জামাই, সমীর বাউরি তরফে বিড়ি, গোপী বাদ্যকর, লক্ষীকান্ত বাউরি ও পাপ্পু পোদ্দার। ধৃতদের বাড়ি রুপনারায়নপুর পুলিশ ফাঁড়ির বিভিন্ন এলাকায়। শনিবার ধৃতদের আসানসোল আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন নাকচ করে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।



পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সালানপুর থানার রুপনারায়নপুর ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে জানতে পারে যে, মালবহাল ফুটবল গ্রাউন্ড সংলগ্ন এলাকায় জনা নয়েক যুবক সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছে। ফাঁড়ির একটি টহলদারি গাড়ি নিয়ে পুলিশ সেই এলাকায় অতর্কিতে হানা দিয়ে ৬ জনকে ধরে ফেলে। তিনজন পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে পাইপগান ও গুলি পাওয়ার পরে পুলিশের জেরায় তারা স্বীকার করে যে, তারা এদিন রাতে এলাকায় ডাকাতির উদ্দেশ্য নিয়ে জড়ো হয়েছিলো। পুলিশ জানায়, ধৃতদের রিমান্ডে নিয়ে জেরা করে তাদের সঙ্গীদের ধরা হবে।