Bengali NewsRANIGANJ-JAMURIA

রানীগঞ্জ বোরো দপ্তরের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ :বুধবার আসানসোল পৌর নিগমের রানীগঞ্জ বোরো দপ্তরের পক্ষ থেকে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। যেখানে এদিন আসানসোল জেলা হাসপাতালে ব্লাড ব্যাংক শাখার সদস্যরা মোট 71 ইউনিট রক্ত সংগ্রহ করেন। জানা গেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশক্রমে করোনা অতিমারির কারণে প্রতিটি স্তরে রক্তদান কর্মসূচির আয়োজন এর কথা জানিয়েছেন দলনেত্রী।

সেই কথাকে অক্ষরে অক্ষরে পালন করে রানীগঞ্জ বোরো দপ্তরে পূর্ণশশী রায়ের নেতৃত্বে এই রক্তদান কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়। যেখানে দিন এলাকার যুবক-যুবতীরা ব্যাপকভাবে অংশ নেয় এই রক্তদান কর্মসূচীতে। এদিনের এই রক্তদান কর্মসূচীতে বিশেষভাবে উপস্থিত হন আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জী, রানীগঞ্জের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শুভেন্দু মাজি, অলোক বোস, সঙ্গীতা সারদা, ইন্দ্রজিৎ কোনার প্রমূখ।র রানীগঞ্জ বোরো দপ্তরের পক্ষ থেকে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *