ASANSOLBengali News

বেঙ্গল মিরর থেকে খবর পেয়ে গৃহহীন পরিবারকে সাহায্যের জন্য এগিয়ে এলেন সমাজসেবীরা

বেঙ্গল মিরর, দীপ রঞ্জন ব্যানার্জী : আজ সকালে অবিশ্রান্ত বৃষ্টিপাতের কারণে আসানসোল উত্তর থানার অধীন গোপালনগর বাইপাস একটি কাঁচা বাড়ি মাটিতে একেবারে ধসে গেছে ৷ রামবাবু খাটাল অঞ্চলে নুনিয়া নদীর তীরে নাগেশ্বর যাদবের বাড়ি ৷ তিনি ছাড়াও তার ভাইয়েরা মিলে চারটি পরিবারের বাস ৷ বৃদ্ধ, শিশু, মহিলাসহ সকলে অসহায় অবস্থায় গৃহহীন ৷ খবর পাওয়ামাত্র এই মানুষগুলির পাশে দাঁড়ালেন দেবজিৎ রায়, সন্দীপণ চট্টোপাধ্যায় এবং অভিনাশ প্রসাদ ৷

এই তিনজনের প্রদেয় কিছু অর্থবাবদ বেশকিছু খাদ্যসামগ্রী চাল, আটা, ডাল, ছোলা, ছাতু, গুড় এবং মুড়ি ওই অসহায় চারটি পরিবারের হাতে তুলে দিলেন ইষ্টার্ন রেলওয়ে হায়ার সেকেণ্ডারী স্কুলের শিক্ষক বিশ্বনাথ মিত্র ৷ প্রচণ্ড বৃষ্টির মধ্যে এই বন্টনে তিনি ছাড়াও ছিলেন দেবজিৎ রায়, প্রসেনজিৎ দাস ৷ দেবজিৎ রায় জানালেন, বেঙ্গল মিরর অনলাইন নিউজ থেকে এই দুর্ঘটনার খবর পেয়ে ঠিক করেছিলাম, আজই ওদের সাহায্য করতে হবে ৷ অর্থ ছাড়াও মোটামুটি পাঁচ ছয়দিনের খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে ৷
এদিকে নাগেশ্বর যাদব যিনি গরু, মহিষ প্রতিপালন করে দিনযাপন করেন, জানালেন সকাল থেকে অনেক মানুষ দেখা করে গেছেন ৷ একমাত্র বিশ্বনাথবাবুরাই প্রথম, যারা টাকা এবং খাদ্যসামগ্রী প্রদান করলেন ৷ অবশ্য কর্পোরেশনের প্রশাসক অমরনাথ চ্যাটার্জী তিনটি ত্রিপলের ব্যবস্থা করে দিয়েছেন ৷

Leave a Reply