Bengali NewsRANIGANJ-JAMURIA

কুকুরকে পিটিয়ে মারার অভিযোগ। থানায় অভিযোগ দায়ের।

বেঙ্গল মিরর, রানীগঞ্জ,চরণ মুখার্জিঃ– রানীগঞ্জের অশোক পল্লীতে এক কুকুরকে বাঁশ দিয়ে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ এক স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে। পেশায় গরুর খাটাল রয়েছে তার। স্থানীয় পশু প্রেমীরা খবর পেয়ে ঘটনাস্থলে যায় ও রানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে ও তদন্ত শুরু করে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে স্থানীয় অশোক পল্লী এলাকায়। পশুপ্রেমী সংগঠনের সভাপতি সৌরভ মুখোপাধ্যায় জানিয়েছেন অত্যধিক বৃষ্টি থেকে বাঁচার জন্য হয়তো ওই ব্যক্তির দরজার সামনে কুকুরটি গিয়েছিল। তাকে এমন ভাবে মারা হয়েছে যে সে কিছুক্ষণের মধ্যেই মারা গেছে। স্থানীয় বাসিন্দারা এর তীব্র প্রতিবাদ জানিয়েছে।

অশোক পল্লীতে তদন্তে রানীগঞ্জ থানার পুলিশ

Leave a Reply