Bengali NewsDURGAPUR

৪৫ টি ওভারলোডিং পাথর বোঝাই লরি আটক

দুর্গাপুরের কোকভেন থানায়

বেঙ্গল মিরর, কাজল মিত্র :– মঙ্গলবার রাতে এবার বালি গাড়ির পর ৪৫ টি ওভারলোডিং পাথর বোঝাই লরি আটক করল দুর্গাপুরের কোক-ওভেন থানার পুলিশ। রামপুরহাট থেকে মেদিনীপুরের দিকে যাওয়ার পথেই গাড়িগুলো আটক করা হয়েছে বলে খবর জানাগেছে সবকটি গড়িতেই ওভারলোডিং পাথর বোঝাই থাকায় গাড়িগুলো আটক করা হয় সাথে আটক করাহয় গাড়ির চালকেও ।কোকোভেন থানার পুলিশ তাদের বিরুদ্ধে ১৮৮/ ৩৭৯ এবং ৪১১ ধারায় মামলা রুজু করেছে।

এক লরি চালক জানাই লরিগুলি পাথর বোঝাই করে মেদিনীপুরের উদ্দেশ্যে যাচ্ছিল তিনি বলেন আমাদের মালের চালান থাকলেও কি কারনে তাদের আটক করেছে তা তাদের জানা নেই তবে গাড়িগুলিতে ওভারলোডিং রয়েছে ।চালক এওজানান যে রাস্তায় তাদের আসার পথে পুলিশ আমাদের কাছে 50 থেকে 100 টাকা করে নেয় তবে আমরা এতদূর আস্তে পারি কিন্তু এইথানা আমাদের কাছে পয়সা না নিয়ে লরি গুলি আটক করে নিয়ে আসে।পরে জানতে পারি আমাদের ওভারলোডিং ও করোনা বিধি লঙ্ঘনের মামলা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *