ত্রিপল বিতরণে বৈষম্যের অভিযোগ তুলে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের
বেঙ্গল মিরর, রানীগঞ্জ, দীপরঞ্জন ব্যানার্জি/ সৌরদীপ্ত সেনগুপ্ত আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক তথা রাজ্য বিজেপি সভানেত্রী অগ্নিমিত্রা পলের গাড়ি ঘিরে বিক্ষোভ। বিজেপি কর্মীদের মারধর ও অগ্নিমিত্রা পলের দেহরক্ষীর সঙ্গে বচসা ও ধাক্কা দেওয়ার অভিযোগ উঠলো রানীগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা বিনোদ নুনিয়ার বিরুদ্ধে।এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে এদিন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল নিজের বিধানসভা এলাকায় বর্ষা কালীন ত্রিপল বিতরণ গিয়েছিলেন।তখনই রানীগঞ্জের জে কে নগর বিজেপি পার্টি অফিসের সামনে এলাকায় বিধায়কের গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয়েছে।
তৃণমূল নেতা বিনোদ নুনিয়া বিধায়কের দেহরক্ষীর সঙ্গে বচসায় জড়ায় ও ধাক্কা দিয়েছে বলে অভিযোগ আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের।পরে পুলিশ পৌচ্ছালে পরিস্থিতি স্বাভাবিক হয়।রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ বলেন আমাদের এলাকার বিধায়ক এই এলাকায় তিরপল বিতরণ করতে এসেছিলেন কিন্তু বিজেপি কর্মীদের ত্রিপল বিতরণ করা হচ্ছিল। আম-জনতা ত্রিপল পাচ্ছিল না। তাই তারা রাস্তায় দেখতে পেয়ে আমাদের এলাকার বিধায়ক সঙ্গে সেই বিষয়ে কথা হচ্ছিল।