ASANSOLBengali News

করোনা আবহে আসানসোলেও “এক্ পহল এক্ প্রয়াস” টিমের “বাতাবরণ শুদ্ধি-প্রাণ বায়ু বৃদ্ধি” এর জন্য হোম – যজ্ঞ এর আয়োজন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : ২০২১ সালের পবিত্র গঙ্গা দশেরা উপলক্ষে টিম ‘এক্ পহল এক্ প্রয়াস’ এর আদেশ অনুসারে সারা দেশের সঙ্গে সঙ্গে রবিবার আসানসোলে “বাতাবরণ শুদ্ধি-প্রাণ বায়ু বৃদ্ধি” এর জন্য হাবন ( হোম – যজ্ঞ) এর আয়োজন করা হয়। সারাদেশে পূজা কপিল মিশ্র এই হোম যজ্ঞের নেতৃত্বে দেন ভার্চুয়াল মাধ্যমে। আসানসোলে এই হোম – যজ্ঞের আয়োজন করেন বিজেপি মহিলা মোর্চার জেলা সহ-সভাপতি নবনীতা ব্যানার্জি। কলকাতা থেকে ভার্চুয়াল মাধ্যমে নেতৃত্ব দেন রাজ্য বিজেপি মহিলা মোর্চার আইটি কনভেনর মহুয়া চক্রবর্তী। এছাড়া ভার্চুয়াল মাধ্যমে ওই হোম যজ্ঞে উপস্থিত ছিলেন আসানসোল সাংগঠনিক জেলা বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী পাপিয়া পাল এবং সাধারণ সম্পাদিকা পারমিতা পট্টনায়ক।

উল্লেখযোগ্য বিষয় হলো, এই সর্বজনীন অনুষ্ঠান সকালে সমস্ত ভারত জুড়েই সম্পন্ন হয়। সকাল ১০:৩০ মিনিট থেকে ১১:৩০ মিনিট পর্যন্ত এই যজ্ঞ হয়। সম্মান ও গৌরবের বিষয় হিসাবে, এই যজ্ঞ বৃন্দাবনের শিক্ষিত আচার্যের পরিচালনায় মহিলাদের দ্বারা সম্পাদিত হয়।

এ ব্যাপারে মহুয়া চক্রবর্তী ও নবনীতা ব্যানার্জী বলেন,
এই যজ্ঞের মাধ্যমে, সমস্ত মানুষের জীবন সুরক্ষিত হবে এবং গায়ত্রী মন্ত্র বায়ুমণ্ডলকে বিশুদ্ধ করবে এবং অক্সিজেন বাড়িয়ে তুলবে। এই যজ্ঞের জন্য বিভিন্ন শুদ্ধিকরণের বস্তু যেমন ঘী, বেলপাতা, পঞ্চশস্য প্রভৃতি ব্যবহার করা হয় যা করোনা ভাইরাসের থেকে বায়ুকে শুদ্ধ করবে বলে দাবি করা হয়। যদিও করোনার সময়কালে যা পাওয়া যায় তা যথেষ্ট, কেবল অনুভূতিই প্রাধান্য পায়, আমাদের পুরো বিশ্বাস রয়েছে যে পদ্ধতিতে মা গঙ্গার উপাসনা করা হয় তার মাধ্যমে শুদ্ধ ও বিশুদ্ধ জলের সংস্পর্শে সমস্ত ত্রুটি, রোগ ও পাপ বিনষ্ট হয়। একইভাবে এই যজ্ঞ এবং এতে অংশগ্রহণের মাধ্যমে করোনা নামক চীনা ভাইরাসও ধ্বংস হবে এবং মানবতা অবশ্যই সুরক্ষিত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *