West Bengal

দেবাশীষ ঘটক স্মৃতি রক্ষা কমিটির সদস্যরা YAAS আক্রান্তদের সাহায্য করছেন

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : ঘূর্ণিঝড় যশের প্রভাবে রাজ্যের উপকূলীয় অঞ্চল মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজ্যের বিভিন্ন সংগঠন এই ব্যাপারে উদ্যোগ নিতে শুরু করেছে। আসানসোলের দেবাশীষ ঘটক স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে ব্যাপকভাবে বিধ্বস্ত সুন্দরবন অঞ্চলে ত্রাণ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়। গতকাল, রবিবার রাজ্যের আইন ও পূর্ত মন্ত্রী মলয় ঘটক ত্রাণ বোঝাই বাসকে সবুজ পতাকা দেখিয়ে রওনা করিয়েছিলেন।

সেখানে পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক নেতৃত্বে কমিটির সদস্যরা অভাবীদের সাহায্য করছেন। সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে সমতির পক্ষে পিন্টু কর্মকার, মুকেশ ঝা, মনোজ রজক সহ পুরো টিম জনগণের সেবায় নিয়োজিত রয়েছে। পৌর প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক বলেন, তৃণমূলের নীতি সব সময়ই জনগণের সেবা করা। তিনি তার প্রয়াত ভাই দেবাশীষ ঘটক সম্পর্কে তাঁর ভাবনা মানুষের সাথে সামনে তুলে ধরেন। তিনি বলেন যে দেবু ঘটকের নীতি সর্বদা অসহায় ও দরিদ্রদের পাশে দাঁড়ানো। আমরা তাঁর আদর্শ অনুযায়ী এগিয়ে চলেছি।

 

read also हरिनाम संकीर्तन में पहुंचे मंत्री मलय, पूर्व मेयर जितेन्द्र

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *