ASANSOL-BURNPURBengali News

Breaking : পুলিশ মহলে চাঞ্চল্য, হিরাপুর থানার এসআই ও এএসআইয়ের বিরুদ্ধে জুয়ার বোর্ড চালানোর অভিযোগ, আটক করে জিঞ্জাসাবাদ !

বেঙ্গল মিরর ,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায়, ২৩ জুনঃ আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের আসানসোলের হিরাপুর থানার দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে বার্ণপুর এলাকায় জুয়ার বোর্ড চালানোর অভিযোগ উঠেছে। বুধবার রাতের এই ঘটনায় পুলিশ মহলে শোরগোল পড়েছে। জানা গেছে, এসআই বা সাব ইন্সপেক্টর ও এএসআই বা এ্যাসিসটেন্ট সাব ইন্সপেক্টরকে আটক করা হয়েছে। রাত এগারোটার শেষ খবর দুই পুলিশ অফিসারকে হিরাপুর থানায় আনা হয়েছে। তাদেরকে পুলিশ কমিশনারেটের উচ্চ পদস্থ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছে ।


প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন সন্ধ্যায় আচমকাই পুলিশ আসে ও দু’জনকে ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হয়। যদিও সরকারিভাবে পুলিশের তরফে কিছু জানানো হয়নি।

বুধবার সন্ধ্যার পরে আসানসোল-দুর্গাপুর পুলিশের এসিপি বা সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে অভিযান চালানো হয় বলে জানা গেছে । হিরাপুর থানার রামবাঁধ এবি-টাইপ কোয়ার্টার সংলগ্ন এলাকা থেকে সাব ইন্সপেক্টর ও হিরাপুর থানা ময়দান থেকে এএসআইকে আটক করা হয়েছে। এ বিষয়ে পুলিশ কমিশনার অজয় ​​কুমার ঠাকুর বলেন যে এমন কোনো বিষয় নয়। এটি একটি ‘অভ্যন্তরীণ বিষয়’, এর চেয়ে বেশি কিছুই বলা যাবে না।


জানা গেছে, এই দুই পুলিশ অফিসারদের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারাই দিন কয়েক আগে পুলিশ কমিশনারকে অভিযোগ করেন। এর পরে পুলিশের এই অভিযান বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, আটক হওয়া এসআইয়ের বিরুদ্ধে অন্য থানায় পোস্টিং থাকার সময় বিভিন্ন অভিযোগ ছিলো।


প্রসঙ্গতঃ অজয় ঠাকুর আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনারের দায়িত্ব নেওয়ার পর থেকেই আসানসোল শিল্পাঞ্চলে অবৈধ কারবারের বিরুদ্ধে লাগাতার অভিযান চলছে। মাদক কারবার বন্ধ করতে ইতিমধ্যেই সক্রিয় ভূমিকা নিয়েছে আসানসোলের বিভিন্ন থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *