ASANSOLBengali News

রঘুনাথবাটিতে ধসে ক্ষতিগ্রস্ত ক্লাব সহ একাধিক বাড়ী

বেঙ্গল মিরর, কাজল মিত্র :– বুধবার রাত্রে আসানসোল পৌরনিগমের ২০ নং ওয়ার্ডে রঘুনাথবাটী এলাকার বিস্তৃণ এলাকা জুড়ে ধস নামাতে এলাকার বিভিন্ন বাড়ীতে ফাটল দেখা যায় এবং স্থানীয় শিবশক্তি নামে একটা ক্লাবের মেঝে সম্পূর্ণভাবে মাটির নীচে ঢুকে যায়। বৃহস্পতিবার সকালে ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী মন্ডল গ্রামের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন। তিনি জানান ইসিএল কতৃর্পক্ষ তিনবছর আগে ধসের ঘটনা ঘটার পর ধসপ্রবণ এলাকা হিসাবে চিহ্নিত করার পর এডিডিএ কতৃর্পক্ষ থেকে এলাকার বাসিন্দাদের নামে একটা কার্ড দেয় যাতে পুনর্বাসন প্রকল্পে এরা বাড়ী পায়।

কিন্তু এখনো পর্যন্ত কোন পুনর্বাসন গ্রামবাসীরা পায় নি। অন্যদিকে গত রাত্রে ধসের ঘটনা ঘটার পর আতঙ্ক ছড়িয়েছে এলাকায় , গতকাল রাত্রে অনেকে আতঙ্কে ঘরে ঘুমাতে পারে নি অন্যের বাড়ীতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। প্রশাসনকে জানানো হয়েছে, পৌরপ্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, কন্যাপুর ফাঁড়িকে ধসের ঘটনা জানানো হয়েছে বলে জানান কাউন্সিলর শ্রাবণী মন্ডল। তিনি আরো জানান রঘুনাথবাটী এলাকায় তিনটা ব্যাক্তিগত মালিকানার কয়লা খনি ছিল খনি রাস্ট্রায়াত্ত হবার পর ঠীকমতো বালি ভরাট না করার কারণে বিভিন্ন সময়ে ধস নামছে। তিনি ইসিএল কতৃর্পক্ষর কাছে আবেদন করছেন ক্ষতিগ্রস্ত পরিবারদের পুনর্বাসন অবিলম্বে দেওয়া হোক।

जामुड़िया में हिंसक झड़प, बाइकों में लगाई आग, तोड़फोड़-लूटपाट 

Breaking : जुआ अड्डा चलाने का आरोप, दो पुलिस अधिकारी हिरासत में !

दो महत्वपूर्ण ट्रेनें फिर से चलेगी, बंगाल-झारखंड के लोगों को सुविधा

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *