Bengali NewsRANIGANJ-JAMURIA

জামুড়িয়ায় সিপিএম ও তৃণমূলের সঙ্ঘর্ষে এলাকায় উত্তেজনা, বিজেপির ডেপুটেশন

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-জামুড়িয়া বিধানসভা কেন্দ্রে নির্বাচনের পরেও হিংসা জনক ঘটনা অব্যাহত রয়েছে।
জামুড়িয়া থানার কেন্দা ফাঁড়ি এলাকায় সিপিএম এবং টিএমসির সংঘর্ষের কারণে আগুন লাগানোর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের আহতদের চিকিৎসার জন্য বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। সিপিএমের অভিযোগ, তৃণমূলএর আশ্রিত দুষ্কৃতীরা কেন্দা বাউড়ি পাড়া এলাকায় সিপিএম এর কর্মীদের উপর হামলা চালিয়েছে।যারফলে পাল্টা আক্রমন করে বাওরি পাড়ার বাসিন্দারা ।তারা তৃণমূল সমর্থকদের বাড়িতেও হামলা করেছে বলে অভিযোগ। বাউরিপাড়ার বাসিন্দারা জানিয়েছেন যে তারা ‘কেন্দা ফারি’ তে লিখিতভাবে এই অভিযোগ দিয়েছেন।ঘটনার পরে এলাকায় ভারী পুলিশ মোতায়েন রয়েছে।

অন্য়দিকে বিজেপির দাবি কাল রাতের অন্ধকারে জামুরিয়া বিধানসভার কেন্দা গ্রামে কিছু বিজেপি কর্মিদের ওপর অত্যাচার করা হয় আজ সকালে কেন্দা থানায় ডেপুটেশন দিলেন আসানসোল জেলা কন্ভেনার শিবরাম বর্মন ও অন্য়ান্য় কর্মীরা। ওনারা বলেন ভোটের রেজাল্টের এতদিন পরে কেনো বার বার অত্যাচার করা হয়েছে এইবিষয়ে ওসি র সাথে কথা বলেন। উপস্থিত ছিলেন সুদীপ চৌধুরী, সভাপতি সিং, প্রমোদ পাঠক প্রমুখ।

Leave a Reply