ASANSOLASANSOL-BURNPURBengali News

হিরাপুর থানার এক এসআই ও দুই এএসআইকে আসানসোলের পুলিশ লাইনে ক্লোজ

বেঙ্গল মিরর,রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল, ২৪ জুনঃ বদলি করা হলো হিরাপুর থানার তিন পুলিশ অফিসারকে। তিনজনের মধ্যে একজন হলেন সাব ইন্সপেক্টর বা এসআই ও দুজন এএসআই বা সহকারী সাব ইন্সপেক্টর। তিনজনের নাম হলো জয়ন্ত কুমার দুলে, তাপস ঘোষ ও গৌতম সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুরের সাক্ষর করা এই বদলির নির্দেশ জারি করা হয়। তিনজনকে আসানসোলের পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এই বদলি প্রসঙ্গে পুলিশ কমিশনার কোন মন্তব্য করতে চাননি। তবে পুলিশ কমিশনারেট সূত্রে জানানো হয়েছে, এই তিনজনের বদলি একবারে রুটিন মাফিক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *