ASANSOLBengali News

আসানসোল আদালত চত্বরে আইনজীবীদের বৃক্ষরোপণ, অংশ নিলেন আইন মন্ত্রী মলয় ঘটক

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্য, আসানসোল, ২৬ জুনঃ আসানসোল জেলা আদালত চত্বরে বৃক্ষরোপণ করা হয়। শনিবার আসানসোল জেলা আদালতের আইনজীবীরা আদালত চত্বরে বৃক্ষরোপণের আয়োজন করেন। এই উপলক্ষে এদিন আসানসোল আদালতের জেলা জজ সুনির্মল দত্ত, রাজ্যের পূর্ত ও আইন মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পুরনিগমের পুর প্রশাসক বোর্ডের সদস্য আইনজীবী অভিজিৎ ঘটক উপস্থিত থেকে বৃক্ষরোপণের উদ্বোধন করেন। এছাড়াও ছিলেন আসানসোল আদালতের পিপি বা সরকারি আইনজীবী স্বরাজ ওরফে বাচ্চু চট্টোপাধ্যায়, আসানসোল বার অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেশ তেওয়ারি, সিনিয়র আইনজীবী সোমনাথ চট্টরাজ, তাপস কুমার উকিল, প্রবীর চট্টরাজ, গুরুদাস চট্টোপাধ্যায় , জগদীন্দ্র গাঙ্গুলি সহ আদালতের আইনজীবিরা।
এই প্রসঙ্গে সোমনাথ চট্টরাজ ও স্বরাজ চট্টোপাধ্যায় জানান, শনিবার বৃক্ষরোপণ অভিযানে আদালত চত্বরে প্রায় ৩০ থেকে ৩৫ টি গাছের চারা রোপণ করা হয়েছে। আদালত চত্বরে এই বৃক্ষরোপণ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply