রানীগঞ্জ এর হারভাঙা সেতু নির্মাণে তৃণমূল শ্রমিক সংগঠনের পাশে নিমচা কোলিয়ারি এজেন্ট
বেঙ্গল মিরর, দীপ রঞ্জন ব্যানার্জী, রানীগঞ্জ : রানীগঞ্জের গ্রামীণ এলাকার সর্ব বৃহৎ অংশের ছটি গ্রামের যাতায়াতের একমাত্র পথ হাড়াভাঙ্গার বেহাল ব্রীজের হাল ফেরাতে ব্রিজ পরিদর্শনে এলেন সাতগ্রাম এরিয়ার নিমচা কোলিয়ারির এজেন্ট সুভাষ চন্দ্র মিত্র। তিনি ইসিএল ম্যানেজমেন্টের কথামতো ও এলাকার পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া, তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা অর্জুন সিং, শিবু সিং বিকাশ যাদব এর অনুরোধক্রমে ও এই ব্রীজ এলাকার বাসিন্দাদের সাথেই ইসিএল কর্তৃপক্ষ ব্যাপক ব্যবহারের কথা তুলে ধরে অবিলম্বে বেহাল ব্রিজের হাল ফেরাতে ইসিএল ম্যানেজমেন্টকে উদ্যোগ নেওয়ার কথা জানানোর পর শনিবার সেই ব্রিজ পরিদর্শন করে প্রাথমিকভাবে অস্থায়ীরূপে সেই ব্রিজ কে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করল ইসিএল কর্তৃপক্ষ।




শনিবার ইসিএলের সার্ভেয়ারদের সাথে এজেন্ট সুভাষ চন্দ্র মিত্র পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া, অর্জুন সিং, শিবু যাদব কে সঙ্গে নিয়ে সেই ব্রিজ কিভাবে প্রাথমিক পর্যায়ে অস্থায়ীরূপে ব্যবহারযোগ্য করে তোলা যায় তার জন্য উদ্যোগ গ্রহণ করেন। উল্লেখ্য দীর্ঘ প্রাচীন ব্রিটিশ আমলের গড়ে ওঠা এই ব্রিজ 2018 সালের জুন মাসে অতিবৃষ্টির কারণে এক অংশ ধসে পড়ায় দীর্ঘ কয়েক মাস ধরে ব্যাপক দূর্ভোগে পড়তে হয় ওই এলাকার ছইটি গ্রামের হাজারখানেক বাসিন্দাদের তথ্য স্কুল যাত্রী থেকে শুরু করে নিত্য যাত্রী ও খনি কর্মীদের যাতায়াতের সাথেই বহু যানবাহন চলাচল করা এই ব্রিজ তৎকালীন সময় ভেঙে পড়ায় ব্যাপক দূর্ভোগে পড়তে হয় সকলকে।
সে সময় অস্থায়ী ভাবে গড়ে ওঠা এই ব্রীজ এখনো পর্যন্ত এ.ডি.ডি এ-এর অর্থানুকূল্যে অস্থায়ীভাবে তারাই তৈরি করলেও অল্প একটু বৃষ্টিতে ব্রিজের উপর দিয়ে ঝড় বয়ে যেতে শুরু করে হাড়াভাঙ্গা এই ব্রিজ দিয়ে যার ফলে বৃষ্টির জল এর জেরেই জীর্ণপ্রায় হয়ে রয়েছে সেই ব্রিজ বর্তমানে সেই ব্রিজের হাল ফেরানোর উদ্যোগ খনি কর্তৃপক্ষ নেওয়ায় অল্প একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যাবে বলে এলাকাবাসীর ধারণা। জানা গেছে আগামী সোমবার থেকে অস্থায়ীভাবে ডামালিয়া ও হাড়ভাঙা ব্রিজ মেরামতির কাজ শুরু করবে খনি কর্তৃপক্ষ।