ASANSOLBengali News

রেলপার এলাকায় করা হল বৃক্ষরোপণ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসানসোল নজরুল সোশ্যাল সেন্টার এর উদ্যোগে ও পৌর কর্পোরেশনের সহযোগিতায় আসানসোলের বিভিন্ন এলাকায় এক লাখ চারা রোপণের প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল সেই অনুসারে ধারাবাহিক ভাবে বিভিন্ন এলাকায় বৃক্ষরোপন কর্মসূচি চলছে ।একই সাথে সানফ্লাওয়ার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এবং নজরুল সোশ্যাল সেন্টারের যৌথ উদ্যোগে রেলপাড় ভিস্তি মহল্লায় চারা রোপণ করা হয়। এদিন এই বৃক্ষ চারা রোপণ অনুষ্ঠানে নজরুল সামাজিক কেন্দ্রের সম্পাদক রবিউল ইসলাম, আরবাজ হাশিম, শাহজেব আব্বাস, সানফ্লাওয়ার ওয়েলফেয়ার সোসাইটির আনোয়ার হুসেন, পিন্টু খান, মোহাম্মদ শামীম সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

read also Asansol से यह स्पेशल ट्रेन फिर से चलेगी, लंबी दूरी की इन Trains का भी विस्तार

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *