BARABANI-SALANPUR-CHITTARANJANRANIGANJ-JAMURIA

চুরুলিয়া মধুডাঙ্গা গ্রামে রাস্তার ধারে মৃতদেহ উদ্ধার

বেঙ্গল মিরর, বারাবনি, মনোজ শর্মা : জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া মধুডাঙ্গা গ্রামে আজ সকাল 8 টায় কাছাকাছি মধু ডাঙ্গা কাছেই এক ব্যক্তি রাস্তার ধারে পড়ে থাকা মৃতদেহ উদ্ধার করল চুরুলিয়া ক্যাম্পের পুলিশ জানা গেছে এই ভদ্রলোক প্রতিদিনই কয়লা কুড়িয়ে সাইকেলে করে বিভিন্ন জায়গায় বিক্রি করতো স্থানীয় মানুষের অনুমান যে সকালবেলায় বাজ পড়ে তার মৃত্যু হয়েছে পুলিশ মৃতদেহ কে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়া হলো আসানসোল জেলা হসপিটালে এখনো তার পরিচয় পাওয়া যায়নি .

Leave a Reply