KULTI-BARAKAR

নিয়ামতপুর ফাঁড়ি পুলিশের বড় সাফল্য, চার জন দুস্কিতিকে গ্রেফতার

বেঙ্গল মিরর, কাজল মিত্র :– আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের বড় সাফল্য।গোপন সূত্রে খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ চার জন দুস্কিতিকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে যে ওই চার জন দুস্কিতি নিয়ামতপুর বিষ্ণু বিহার এলাকাতে ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল।তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি নাইন এম.এম পিস্তল এবং দুটি মেগাজিন,১০রাউন্ড গুলি ও দেশি পিস্তল সাথে একটি দেশি কার্তুজ এবং একটি ছুরি।

গত শুক্রবার রাতে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সীতারামপুর বোকাবাবা মন্দির সংলগ্ন রেল টানেল থেকে গ্রেফতার করে চার জন দুস্কিতি কে।গ্রেফতার হওয়া দুস্কিতিদের নাম 1) মুরারিপ্ৰসাদ বিশ্বকর্মা 2) পাপ্পু পাসোয়ান 3)সানবাজ সা 4)শশী কুমার প্রসাদ। ধৃতরা বিহারের লক্ষীসরাই এবং যামুয়ের বাসিন্দা তিনজন ও
একজন কুলটি থানার চিনাকুড়ির বাসিন্দা।ধৃতদের আজ সকালে আসানসোল জেলা আদালতে তোলা হয়।

Leave a Reply