BARABANI-SALANPUR-CHITTARANJAN

YAAS বিপর্যস্ত পরিবারের পাশে দাঁড়াল সালানপুর ব্লক তৃনমুল কংগ্রেস

বেঙ্গল মিরর, সালানপুর : প্রাকৃতিক দুর্যোগের ফলে বিপর্যস্ত পরিবারের পাশে দাঁড়াল সালানপুর ব্লক তৃনমুল কংগ্রেস। ইয়াস প্রাকৃতিক দুর্যোগে সারা রাজ্যের পাশাপাশি সালানপুর এলাকার প্রচুর মানুষের বাড়ি ঘর ভেঙে পড়েছে। সেই পরিস্থিতি যে সেই সব মানুষের পাশে দাঁড়ালো সালানপুর ব্লক তৃনমুল কংগ্রেস। সালানপুর ব্লক সাধারণ সম্পাদক ভোলা সিং বলেন যে বিধায়ক বিধান বিধান উপাধ্যায় এর নির্দেশে বিপর্যস্ত পরিবার গুলোর হাতে ত্রিপল তুলে দেওয়া হচ্ছে , এখনো পর্যন্ত প্রায় 500 পরিবারকে দেওয়া হয়েছে। আগামী দিনে বিপর্যস্ত পরিবারগুলোকে সব ধরনের সাহায্য করা হবে।

Leave a Reply