তিন মাসের বেতন এবং পুনরায় কাজের দাবিতে বিক্ষোভ প্রদর্শন
বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, আসানসোল। অতিরিক্ত দূষণ নিয়ে আন্দোলনের পর এবার তিন মাসের বকেয়া বেতন এবং কাজ থেকে বসিয়ে দেওয়া প্রতিবাদে শ্রমিকরা আন্দোলন শুরু করল কুলটি থানার কল্যানেশ্বরী কাছে এক ইস্পাত ও লোহা এবং বিদ্যুৎ প্লান্টের গেটের সামনে। প্রায় দিনই এই কারখানার মুখ্য গেটের সামনে কোন না কোন ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন দেখা যায়।
সোমবার এই কারখানার পাওয়ার প্লান্টে কর্মরত ঠিকাদার কোম্পানির তত্বাবধানে প্রায় ১০৪জন শ্রমিকরা মিলে বকেয়া তিন মাসের বেতন এবং পুনরায় কাজের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।অবশেষে কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ এসে বিক্ষোভকারীদের শান্ত করে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।তাতেও কোনো সুরাহা পাওয়া যায়নি।
কোম্পানি কর্তৃপক্ষ সরাসরি জানিয়েদেন তাদের এখন কিছু করার নেই। শ্রমিকদের অভিযোগ বেতন না পাওয়ার জেরে ২দিন ধরে অনাহারে দিন কাটাচ্ছে তারা।বতেন চাওয়ার জন্য তাদের কাজ থেকে বসিয়ে দেওয়া হয়।গত তিন মাস ধরে বেতন তারা পায়নি।তাছাড়া তারা যে ঠিকাদার কাছে কাজ করতো সে এই অবস্থায় তাদের ছেঁড়ে পালিয়ে যায় এবং ঐ কোম্পানি তাদের কাজ অন্য এক কোম্পানিকে দিয়ে দেয়।এখন তাদের কি হবে? তারা জানায় তাদের কাছে একটায় পথ খোলা রয়েছে আত্মহত্যা।আর না হলে টানা বিক্ষোভ।