আসানসোল পৌর কর্পোরেশনের বোরো ছয় এর পক্ষ থেকে রক্তদান
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল পৌর কর্পোরেশনের বোরো নম্বর ছয় দফতরের বোর্ড সদস্য দিব্যেন্দু ভগতের নেতৃত্বে উষাগ্রামের হিন্দি ভবনে মঙ্গলবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে। এখানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌর কর্পোরেশনের চেয়ারপারসন অমরনাথ চ্যাটার্জী, বিধায়ক হরেরাম সিং, বোর্ড সদস্য অভিজিৎ ঘটক উপস্থিত ছিলেন। ক্যাম্পে অতিথিরা রক্তদাতাদের সম্মানিত করেন। শিবিরে মোট 24 জন লোক রক্তদান করলেন। জেলা হাসপাতাল ব্লাড ব্যাংকের দল ক্যাম্পে রক্ত সংগ্রহ করে।
চেয়ারপারসন অমরনাথ চ্যাটার্জি বলেছিলেন যে করোনার সঙ্কটের সময়ে ব্লাড ব্যাঙ্কে রক্তের কোনও ঘাটতি থাকা না হয়। এ জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পৌর কর্পোরেশনের সব বরো স্তরে ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। এই উপলক্ষে বোরোর সহকারী ইন্জিনিয়ার পার্থেন্দু মন্ডল, প্রসেনজিৎ মন্ডল, সরোজ কুমার ঝা, অরিন্দম দাঁ, হিন্দি সেল ব্লক সভাপতি মহেশ ভগত, তপন প্রসাদ, আশা প্রসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।