ASANSOL

শিল্পাঞ্চলে বড় বাস চলাচল শুরু,মিনিবাস চলেনি, পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : রাজ্য সরকারের পক্ষ থেকে লকডাউন বিডি একটু শিথিল করার পরই বৃহস্পতিবার থেকে বড় বাস চলাচল শুরু হলেও মিনি বাস চলাচল করেনি। শুক্রবার থেকে মিনি বাসও চলাচল করা সম্ভব হতে পারে। একই সঙ্গে বৃহস্পতিবার সকালে আসানসোল সিটি বাসস্ট্যান্ড চত্বরে আইএনটিটিইউসি কর্তৃক পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির বিরুদ্ধে একটি বিক্ষোভ সমাবেশ করা হয়।

আইএনটিটিইউসি নেতা রাজু আহলুওয়ালিয়া বলেন, কেন্দ্রীয় সরকারের ভুল নীতির কারণে পেট্রোল ও ডিজেলের দাম চরম সীমায় পৌঁছিয়ে গিয়েছে । কেন্দ্রীয় সরকারের এই ভুল নীতির কারণে সব ধরনের মানুষ সমস্যায় রয়েছেন। একই সাথে, তিনি বলেন যে কেন্দ্রীয় সরকার করোনার সময় মানুষকে সহায়তা করছে না, সঠিকভাবে ভ্যাকসিন দিচ্ছে না। এ নিয়ে মানুষের মধ্যে অনেক ক্ষোভ রয়েছে। তিনি বলেছিলেন যে ২০২৪ সালে কেন্দ্রীয় সরকারের পতন নিশ্চিত। ওই বিক্ষোভ কর্মসূচিতে অশোক সিং, সুনীল বিট, সনি সিং, মোহাম্মদ আইয়ুব, দীপক জোয়াদার, জাগো ঠাকুর, জনার্দন চৌহান, মোহাম্মদ আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

मंत्री-सीपी के निर्देश के साथ ही भू माफियाओं पर बड़ी कार्रवाई, मचा हड़कंप 

आज से पाबंदियों में बड़ी राहत, महीनों बाद चलेंगे वाहन, जानें 15 तक कहां है राहत, कहां पाबंदी

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *