BARABANI-SALANPUR-CHITTARANJAN

সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পিঠাকেয়ারী হাসপাতালে পালিত হলজাতীয় ডাক্তার দিবস

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আজকের -১লা জুলাই ডাক্তারী পেশা বিশ্ব জুড়ে মহান পেশা হিসেবে পরিচিত । তাই আজকের দিনটি কে জাতীয় ডাক্তার দিবস হিসেবে পালনকরে থাকে বিভিন্ন সংগঠন থেকে শুরুকরে বিভিন্ন দলের কর্মকর্তারা ।আর তাই আজকের এই দিনটি সালানপুর ব্লকের পিঠাকেয়ারী হাসপাতালে পালন করা হল ।বারাবনি বিধানসভার বিধায়ক বিধান উপাধ্যায় এর নির্দেশে এবং সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূলের কর্মীরা পিঠাকেয়ারী হাসপাতালের বিএমওএইচ সুব্রত সিট এবং ডক্টর মাজি সহ সকল চিকিৎসক দের হাতে পুষ্পস্তবক ও মিষ্টি দিয়ে এই দিনটি পালন করলেন ।সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে এদিন ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং, আশু তেওয়ারী , জয় প্রকাশ সিং ,বাবলু ঘাসি, প্রবীর মাহাতা সহ অনেক উপস্থিত ছিলেন ।

এদিন সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং জানান যে কারিগরী ও অন্যান্য সেবামূলক স্বাস্থ্য পরিসেবা একসঙ্গে মিলিত হয়ে ডাক্তারী পেশাকে মহান করে তুলেছে । ডাক্তারের মহান অবদান স্মরণ করিয়ে দেওয়ার প্রয়ােজনে বহু দেশ প্রতি বছর জাতীয় ডাক্তার দিবস পালন করে । একজন ডাক্তার অন্যের জীবনকে আরাে স্বাস্থ্যকর ও সুন্দর করে তােলেন । আমাদের ভারতবর্ষে প্রতি বছর ১ জুলাই ‘ জাতীয় ডাক্তার দিবস ‘ পালন করা হয় । ভারতবর্ষে জাতীয় ডাক্তার দিবসের ইতিহাস : ভারতবর্ষ – বহু কৃতি ও মহান ডাক্তারের জন্ম দিয়েছে । এমনি একজন ডাক্তার হলেন ডা . বিধান চন্দ্র রায় । ডা . বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিন ১ জুলাই । এই ১ জুলাই ভারতবর্ষে ‘ জাতীয় ডাক্তার দিবস ‘ পালন করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *